ফেনীতে ৩০টি স্বর্ণের বারসহ নূরুল ইসলাম নামে (৬০) এক ব্যক্তি গ্রেপ্তার করা হয়েছে র্যাব। নূরুল ইসলাম চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার মাদরাসা গ্রামের মৃত জহির আহাম্মদের ছেলে।
আজ বুধবার (১৮ নভেম্বর) র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মো. জুনায়েদ জাহেদী বিষয়টি নিশ্চিত করে বলেন, ফেনী ক্যাম্পের পূর্ব পাশে সাজিয়া হোটেল এ্যান্ড রেস্টুরেন্টের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালায় র্যাব-৭।
এসময় একটি সাদা রঙের প্রাইভেট কারের ভেতর থেকে তিন কেজি ৪৫০ গ্রাম ওজনের ৩০টি স্বর্ণের বারসহ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। যার মূল্য ২ কোটি ১০লাখ টাকা।
এ ঘটনায় চালক মো. নুরুল ইসলামকে আটক করা হয়। পরে জব্দকৃত মালামালসহ নুরুল ইসলামকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়।
শেখ সোহান