আর্কাইভ থেকে জাতীয়

৫ সিটির ভোটের তারিখ জানালো ইসি

৫ সিটির ভোটের তারিখ জানালো ইসি
২৩ মে’র পর ২৯ জুনের মধ্যে তিন ধাপে পাঁচ সিটি করপোরেশনের নির্বাচনে ভোটগ্রহণ হবে। প্রতি ধাপে ব্যবধান থাকবে ১২ দিনের। জানালেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব জাহাংগীর আলম। আজ বুধবার (১৫ মার্চ) সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইসি কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে নির্বাচন কমিশনার, ইসি সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সিটি করপোরেশনগুলো হচ্ছে- গাজীপুর, সিলেট, বরিশাল, রাজশাহী ও খুলনা। জাহাঙ্গীর আলম বলেন, অর্থ মন্ত্রণালয় অর্থ ছাড় করলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কতগুলো আসনে ইভিএম ব্যবহার করা হবে তা পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হাবে। ইসি সচিব বলেন, সিটি করপোরেশন নির্বাচনে সিসি ক্যামেরা থাকতে পারে। তিনি জানান, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য ১ লাখ ১০ হাজার ইভিএম প্রস্তুত করা হচ্ছে, যা দিয়ে ৭০ থেকে ৮০টি আসনের ভোট করার সক্ষমতা থাকবে। তিনি আরও বলেন, প্রবাসীদের ভোটার করার সিদ্ধান্ত নিয়েছে ইসি। যার পাইলট প্রকল্প ঈদুল ফিতরের পর শুরু হবে আরব আমিরাতে।

এ সম্পর্কিত আরও পড়ুন ৫ | সিটির | ভোটের | তারিখ | জানালো | ইসি