আর্কাইভ থেকে বাংলাদেশ

প্রথম জয়ের খোঁজে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রথম জয়ের খোঁজে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে প্রথম জয়ের খোঁজে টস জিতে ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ। ২০ ওভারের ক্রিকেটে পথচলার ১৭ বছর হলেও কখনো ইংলিশদের প্রতিপক্ষ হিসেবে পায়নি টিম টাইগার্সরা। চলতি বিশ্বকাপের সুবাদে সেই সুযোগ মিলেছে। প্রথমবারের মতো টি-টোয়েন্টি ক্রিকেটে ইংল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। 

বুধবার (২৭ অক্টোবর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে বিকেল ৪টায়। 

বিশ্বকাপের প্রথম ম্যাচে দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দেয় ইংল্যান্ড। এই ম্যাচে জয়ের ধারা বজায় রাখতে প্রতিজ্ঞাবদ্ধ ইংলিশরা। অপরদিকে শ্রীলঙ্কার বিপক্ষে জিততে থাকা ম্যাচে পরাজয়ের ফলে অনেকটাই সমালোচনার শিকার হয়েছে টাইগাররা। তাই এই ম্যাচে জয়ে পেতে মুখিয়ে বাংলাদেশ।

ইনজুরি আক্রান্ত সাইফউদ্দিনের স্থলে এ ম্যাচে বাংলাদেশ দলে ঢুকেছেন শরিফুল ইসলাম। ইংল্যান্ড প্রথম ম্যাচের স্কোয়াড নিয়েই মাঠে নামবে।

বাংলাদেশ স্কোয়াড
মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান, মেহেদি হাসান, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম। 

ইংল্যান্ড স্কোয়াড
জেসন রয়, জস বাটলার, ডেভিড মালান, জনি বেয়ারেস্টো, লিয়াম লিভিংস্টোন, ইয়ান মরগ্যান, মইন আলী, ক্রিস ওকস, ক্রিস জর্দান, আদিল রশিদ ও তাইমাল মিলস।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন প্রথম | জয়ের | খোঁজে | টস | জিতে | ব্যাটিংয়ে | বাংলাদেশ