আর্কাইভ থেকে বাংলাদেশ

স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে নামিবিয়ার ইতিহাস

স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে নামিবিয়ার ইতিহাস

জয়ের ধারা অব্যাহত রাখলো নামিবিয়া। ইতিহাস গড়ে স্কটল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে অনায়াসে জয় তুলে নিলো নামিবিয়ানরা। স্কটল্যান্ডের দেয়া ১০৯ রনের চ্যালেঞ্জ মোকাবেলা করে ৫ বল হাতে রেখে ৪ উইকেটে জয় পেল নামিবিয়া। আইসিসি নন টেস্ট প্লেইং দেশ হিসেবে সুপার টুয়েলভে খেলতে এসেই জয় পাওয়া প্রথম দলে পরিণত হলো নামিবিয়া। 

বিশ্বকাপের দ্বিতীয় পর্বে স্কটিশদের এটি দ্বিতীয় ম্যাচ হলেও নামিবিয়ার ছিল এটি প্রথম ম্যাচ। তাই এ ম্যাচে জয় পেতে উন্মুখ ছিল নামিবিয়া। বাছাই পর্বে নেদারল্যান্ডস, আয়ারল্যান্ডের মত দলকে হারিয়ে সুপার টুয়েভলে জায়গা করে নিলো তারা।
 
আন্তর্জাতিক টি-টোয়েন্টির পরিসংখ্যানে উভয় দল ৮ বার মুখোমুখি হয়ে সমান জয় তুলে নিয়েছে। কিন্তু বিশ্বমঞ্চে এটিই উভয় দলের প্রথম সাক্ষাত। 

এস

এ সম্পর্কিত আরও পড়ুন স্কটল্যান্ডকে | হারিয়ে | বিশ্বকাপে | নামিবিয়ার | ইতিহাস