আর্কাইভ থেকে ক্রিকেট

বিশ্বসেরা অলরাউন্ডার এখন ‘গ্র্যাজুয়েট খনন্দকার সাকিব আল হাসান’  

বিশ্বসেরা অলরাউন্ডার এখন ‘গ্র্যাজুয়েট খনন্দকার সাকিব আল হাসান’  
গায়ে বাংলাদেশের জার্সি জড়িয়ে ২২ গজে দাঁড়িয়ে তিনি ব্যাট উঁচিয়ে ধরেছেন অসংখ্যবার। এবার সমাবর্তনের মঞ্চে উঠে উঁচিয়ে ধরলেন হ্যাট। গায়ের জার্সির বদলে গ্র্যাজুয়েশনের গাউন, মুখে তার চওড়া হাসি। টাইগারদের সর্বকালের সেরা ক্রিকেটার, বিশ্ব ক্রিকেটে রাজত্ব করা অলরাউন্ডার সাকিব আল হাসান এখন আনুষ্ঠানিকভাবে একজন গ্র্যাজুয়েট! এইতো গতকাল আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে ৯৩ রানের অসাধারণ ইনিংস খেলেছেন সাকিব, বল হাতে প্রথম ব্রেক থ্রু টাও এসেছে তার হাত থেকেই। ঐ ম্যাচেই বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ৭০০০ রান ও ৩০০ উইকেটের কৃতিত্ব গড়েছেন তিনি। অসাধারণ এই কীর্তি গড়া সাকিব জীবনের আরেকটি বড় স্বপ্ন পূরণ করলেন আজ। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ থেকে পেয়েছেন গ্র্যাজুয়েশন শেষ করার সার্টিফিকেট। গতকাল ম্যাচ খেলে আজ ঢাকায় তাঁর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দেন তিনি। মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের ছাত্র সাকিবের গ্র্যাজুয়েটদের তালিকায় নাম দেখা যায় ‘খন্দকার সাকিব আল হাসান’ হিসেবে। গ্র্যাজুয়েশনের হ্যাট পাওয়ার অনুভূতিটা বিশ্বসেরার কাছে টেস্ট অভিষেকের মতোই। সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্যে জানালেন সেই স্বপ্ন পূরণের কথা। ০৯-১০ সেশনে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন সাকিব। বয়সভিত্তিক ক্রিকেট রাঙিয়ে সেই ১৯ বছর বয়সেই পা রেখছেন আন্তর্জাতিক ক্রিকেটে। এরপর থেকেই হয়ে উঠেছেন দলের অবিচ্ছেদ্দ অংশ। ২২ বছর বয়সেই বনে গেছেন টাইগারদের অধিনায়ক। ২২ গজে দাপুটে পথচলার কারণে প্রাতিষ্ঠানিক শিক্ষা সেভাবে চালাতে পারেননি। অবশেষে দীর্ঘ পথ পেরিয়ে বাংলাদেশ ক্রিকেটের সেনশেসন বিবিএ সম্পন্ন করলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন বিশ্বসেরা | অলরাউন্ডার | এখন | গ্র্যাজুয়েট | খনন্দকার | সাকিব | আল | হাসান |