আর্কাইভ থেকে ক্রিকেট

মুশফিক ঝড়ে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

মুশফিক ঝড়ে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
৪০ ওভার শেষেও বাংলাদেশের স্কোর ছিল ৪ উইকেটে ২৪১ রান। ৫০ ওভার শেষে রান দাঁড়ালো ৩৪৯। অর্থাৎ শেষ ১০ ওভারে এসেছে ১০৮ রান। বাংলাদেশের ইতিহাসে যা এখন দলীয় সর্বচ্চো। সেই সঙ্গে নির্ধারিত ওভারের শেষ বলে সেঞ্চুরি ছুঁয়ে ফেলেন মুশফিকুর রহিম। শতকে পৌঁছাতে মুশফিক খেলেছেন মাত্র ৬০ বল। বাংলাদেশি হিসেবে এটিই সব থেকে দ্রুততম সেঞ্চুরি। আজ সোমবার (২০ মার্চ) আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে বোলিংয়ে সিদ্ধন্ত নেয় আয়ারল্যান্ড। শুরুতে ব্যাট করতে নেমে ২৩ রান করে রান আউট হয়ে যান ওপেনার তামিম ইকবাল। টাইগারদের অধিনায়কের বিদায়ে পর লিটন কুমার দাস ও নাজমুল হোসেন শান্ত মিলে গড়েন ১০১ রানের জুটি। এরপর ৭০ রানে লিটনের আউটের পর টিকতে পারেননি সাকিব। ১৭ রান করে ফিরে যান তিনি। সাকিবের বিদায়ের পর দলীয় স্কোরে ৮ রান যুক্ত হতেই ৭৩ রান করে সাজঘরে ফেরেন শান্তও। তারপর তোহিদ হৃদয় ও মুশফিক রহিম মিলে আইরিশ বোলারদের তুলোধুনো শুরু করেন। ৪৯ রানে হৃদয় ফিরে যাবার পর বাংলাদেশি হিসেবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন মুশফিকুর রহিম। আর বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় নির্ধারিত ৫০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ৩৪৯ রান।

এ সম্পর্কিত আরও পড়ুন মুশফিক | ঝড়ে | রেকর্ড | সংগ্রহ | বাংলাদেশের