আর্কাইভ থেকে আওয়ামী লীগ

যতক্ষণ বঙ্গবন্ধুর আদর্শ জীবিত থাকবে, ততক্ষণ সম্প্রীতিও জীবিত থাকবে

যতক্ষণ বঙ্গবন্ধুর আদর্শ জীবিত থাকবে, ততক্ষণ সম্প্রীতিও জীবিত থাকবে

যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ জীবিত থাকবে, ততক্ষণ পর্যন্ত সাম্প্রদায়িক সম্প্রীতিও জীবিত থাকবে। কুচক্রী মহল নিজেদের স্বার্থ চরিতার্থ করতে গণ্ডগোল লাগিয়েছিল, সেটি জনগণ গ্রহণ করেনি। বললেন আইনমন্ত্রী আনিসুল।

আজ শুক্রবার (২৯ অক্টোবর)  ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, সাম্প্রদায়িক রাজনীতিকে বাংলাদেশ কখনই প্রশ্রয় দেবে না। বঙ্গবন্ধু দেয়া সংবিধানের কথাগুলো আমরা অক্ষরে অক্ষরে পালন করব।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল ও আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য ভারত সরকারের দেয়া উপহারের দুটি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, কোভিড ১৯-এর দ্বিতীয় ঢেউয়ের সময় ভারতের প্রয়োজনে বাংলাদেশও পাশে দাঁড়িয়েছিল। বাংলাদেশের বন্ধু হিসেবে জনগণের কল্যাণের জন্য ভারত সামর্থ্য অনুযায়ী বাংলাদেশকে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ।

এ সম্পর্কিত আরও পড়ুন যতক্ষণ | বঙ্গবন্ধুর | আদর্শ | জীবিত | থাকবে | ততক্ষণ | সম্প্রীতিও | জীবিত | থাকবে