বর্তমানে দেশে একটি অস্বাভাবিক, বিকৃত অবস্থা বিরাজ করছে। রাষ্ট্রটাকে বিকলাঙ্গ রাষ্ট্রে পরিণত করেছে আওয়ামী লীগ সরকার। তারা সমস্ত অর্জনকে তারা ধ্বংস করে দিয়েছে। এজন্য তাদের বিচার হওয়া উচিত। বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শুক্রবার (২৯ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের ‘জাতিসত্তার অন্তরালে বিষাক্ত নিঃশ্বাস’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, সংবিধান অনুযায়ী আমাদের যে পার্লামেন্ট, সেটি শেষ করে দিয়েছে বর্তমান ক্ষমতাসীন দল। ধ্বংস করে দিয়েছে দেশের বিচার ব্যবস্থাকে। আর প্রশাসনকে তারা পুরোপুরিভাবে দলীয়করণ করেছে।
বিএনপির মহাসচিব বলেন, গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা আওয়ামী লীগের চরিত্রের পুরনো ইতিহাস।
তিনি বলেন, এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। জনগণের সঙ্গে প্রতারণা করে জোর করে ক্ষমতায় বসে আছে বর্তমান সরকার।
ফখরুল আরো বলেন, দেশের মালিক জনগণ। একমাত্র ভোটের একটি দিনই তারা পায় তাদের অধিকার প্রয়োগ করতে পারে। আওয়ামী লীগ সেই অধিকারও কেড়ে নিয়েছে। ধ্বংস করে দিয়েছে নির্বাচন ব্যবস্থাকে।
তিনি বলেন, খালেদা জিয়াকে বৃহস্পতিবার দেখতে গিয়েছিলাম। আল্লাহ অশেষ রহমতে তিনি এখন ভালো আছেন। সবাই দোয়া করবেন, তিনি যেনো দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন এবং মুক্ত হয়ে ফিরতে পারেন।
বইয়ের মোড়ক উন্মোচন এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ আরো অনেকে।