আর্কাইভ থেকে জাতীয়

ভোটে মানুষের সমর্থন পেলেই ক্ষমতায় থাকব: প্রধানমন্ত্রী

ভোটে মানুষের সমর্থন পেলেই ক্ষমতায় থাকব: প্রধানমন্ত্রী
আমি আমার দেশের জনগণের উন্নয়নে কাজ করছি। কিছু মানুষের গণতান্ত্রিক ধারা কখনোই পছন্দ নয়, তারা স্বাচ্ছন্দ্যবোধ করে অগণতান্ত্রিক প্রক্রিয়ায়। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২১ মার্চ) রাতে যুক্তরাষ্ট্রভিত্তিক ক্যাবল নিউজ নেটওয়ার্কে (সিএনএন) শেখ হাসিনার সাক্ষাৎকারটির দ্বিতীয় পর্ব সম্প্রচার হয়। প্রধানমন্ত্রী বলেন, কিছু মানুষের গণতান্ত্রিক ধারা কখনোই পছন্দ নয়, তারা স্বাচ্ছন্দ্যবোধ করে অগণতান্ত্রিক প্রক্রিয়ায়। সরকার মতপ্রকাশের অবাধ সুযোগ করে দেয়ার কারণেই বিরোধীরা সমালোচনা করতে পারছে। শেখ হাসিনা সরকারের টানা ১৪ বছর হয়ে গেছে, আর কত–সাংবাদিক রিচার্ড কোয়েস্টের এমন প্রশ্নে শেখ হাসিনা বলেন, ভোটে মানুষের সমর্থন পেলেই থাকব ক্ষমতায়, আর না পেলে মেনে নেয়া হবে জনরায়। আমি আমার দেশের জনগণের উন্নয়নে কাজ করছি। এর আগে প্রথম পর্বের সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে বিশ্ব সম্প্রদায়ের জোরালো পদক্ষেপ নেয়া প্রয়োজন। অব্যাহত এ যুদ্ধ বিশ্বব্যাপী সাধারণ মানুষের দুঃখ-দুর্দশার কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী বলেন ‘আমি মনে করি, সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। এই যুদ্ধ (ইউক্রেনে) বন্ধ করতে বিশ্বের এগিয়ে আসা উচিত।’

এ সম্পর্কিত আরও পড়ুন ভোটে | মানুষের | সমর্থন | পেলেই | ক্ষমতায় | থাকব | প্রধানমন্ত্রী