আর্কাইভ থেকে ক্রিকেট

রমজানে বদলে গেল তৃতীয় ওয়ানডের সূচি

রমজানে বদলে গেল তৃতীয় ওয়ানডের সূচি
এ বছরের পবিত্র রমজান মাস শুরু হচ্ছে শুক্রবার (২৪ মার্চ)। বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের সূচিতে তাই এসেছে পরিবর্তন। সিরিজের আগের দুই ম্যাচ দুপুর ২টায় শুরু হলেও তৃতীয় ম্যাচটি শুরু হবে আধাঘণ্টা বিলম্বে, অর্থাৎ আড়াইটায়। এমনটাই জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার (২২ মার্চ) দেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শাবান মাস শেষ হচ্ছে বৃহস্পতিবার (২৩ মার্চ)। এদিনই অনুষ্ঠিত হবে প্রথম তারাবিহর নামাজ। কিন্তু গতকাল যদি চাঁদ দেখা যেত তবে আজই শুরু হতো পবিত্র রমজান মাস। এ সম্ভাবনাকে সামনে রেখেই পরিবর্তন আনা হয়েছে তৃতীয় ওয়ানডের সূচিতে। তাই দুপুর ২টার পরিবর্তে ম্যাচটি শুরু হবে দুপুর আড়াইটায়। আজ রোজা শুরু হলে ইফতারের নির্ধারিত সময় হতো সন্ধ্যা ৬.৮ মিনিট। আর আড়াইটায় ম্যাচ শুরু হলে ম্যাচের প্রথম ইনিংস শেষ হওয়ার সম্ভাব্য সময় ছিল সন্ধ্যা ৬টা। সে ক্ষেত্রে প্রথম ইনিংস শেষ করে ইফতারে বসে যেতে পারতেন খেলোয়াড় ও মাঠে উপস্থিত স্টাফ ও দর্শকরা। কিন্তু নির্ধারিত সময় দুপুর ২টায় ম্যাচ শুরু হলে ইফতারের আগেই শুরু হয়ে যেত দ্বিতীয় ইনিংস। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু বলেন, 'মূলত পবিত্র রমজানের কথা বিবেচনা করে আড়াইটায় ম্যাচ শুরুর কথা বিবেচনা করা হয়েছে। সেক্ষেত্রে ইফতারের সময়টা থাকছে মধ্যবিরতির সময়। দর্শকদের কথা মাথায় রেখে এমনটা করা হয়েছে।' সিরিজের প্রথম ওয়ানডেতে ১৮৩ রানের বিশাল ব্যবধানে আয়ারল্যান্ডকে হারায় বাংলাদেশ। এটিই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জয়। দ্বিতীয় ওয়ানডেতে ৩৪৯ রান সংগ্রহ করে মুশফিক-লিটনরা। যেটি টাইগারদের ইতিহাসের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। তবে সে ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যায়। তৃতীয় ও শেষ ওয়ানডেটি তাই পরিণত হয়েছে সিরিজ নির্ধারণী ম্যাচে।  

এ সম্পর্কিত আরও পড়ুন রমজানে | বদলে | তৃতীয় | ওয়ানডের | সূচি