আর্কাইভ থেকে দেশজুড়ে

ঢাকার বায়ুর মানে উন্নতি

ঢাকার বায়ুর মানে উন্নতি
বায়ুদূষণের কারণে বিশ্বে দূষিত শহরের তালিকায় আজ অষ্টম স্থানে রয়েছে রাজধানী ঢাকা। শনিবার (২৫ মার্চ) সকালে বায়ু মানের সূচক (একিউআই) অনুযায়ী ঢাকায় বাতাসের মান ছিল ১৪৩। বায়ুর মান বিচারে এ মাত্রাকে ‘অস্বাস্থ্যকর’ বলা হয়। ১৮৭ স্কোর নিয়ে খারাপ বায়ুর তালিকার শীর্ষে উঠেছে থাইল্যান্ডের চিয়াং মাই। চিয়াং মাইয়ের পরের স্থানগুলোতে রয়েছে যথাক্রমে তাইওয়ানের কাওশিয়াং, ঘানার আক্রা, চীনের শেনিইয়াং, পাকিস্তানের করাচি, নেপালের কাঠমাণ্ডু, এবং ভিয়েতনামের হ্যানয়। এরপর রয়েছে ঢাকা। আজ ঢাকার চাইতে ভালো বায়ু রয়েছে আরব আমিরাতের দুবাই এবং মঙ্গোলিয়ার উলানবাটরে। ঢাকায় বায়ু দূষণের জন্য ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলোকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। বায়ুদূষণের ফলে বাড়ছে শ্বাসকষ্ট, কাশি, নিম্ন শ্বাসনালির সংক্রমণ এবং বিষণ্ণতার ঝুঁকি। বায়ু বিশেষজ্ঞরা বলেন, ১০১ থেকে ২০০-এর মধ্যে মাত্রা থাকলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ বলে চিহ্নিত করা হয়। শূন্য থেকে ৫০ পর্যন্ত ‘ভালো’। ৫১ থেকে ১০০ ‘মোটামুটি’, ১০১ থেকে ১৫০ পর্যন্ত ‘সতর্কতামূলক’, ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই মাত্রাকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। আর ৩০১-এর বেশি স্কোরকে ‘বিপজ্জনক’ বা দুর্যোগপূর্ণ বলা হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন ঢাকার | বায়ুর | মানে | উন্নতি