আর্কাইভ থেকে অর্থনীতি

দাম কমেছে ব্রয়লার মুরগির

দাম কমেছে ব্রয়লার মুরগির
ব্রয়লার মুরগির দাম কমেছে প্রতি কেজিতে ৮০ থেকে ৯০ টাকা, বিক্রি হচ্ছে ২০০ টাকায়। পোলট্রি খাতের শীর্ষস্থানীয় চার প্রতিষ্ঠান খামার পর্যায়ে ব্রয়লার মুরগির দাম প্রতি কেজি ১৯০-১৯৫ টাকা নির্ধারণের পরেই এমন নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে বাজারে। মঙ্গলবার (২৮ মার্চ) রাজধানীর বিভিন্ন বাজারে দেখা গেছে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২০০ থেকে ২১০ টাকা দরে। যা একদিন আগেও ২০ থেকে ২৩০ টাকায় বিক্রি হয়েছে। ব্যবসায়ীরা গণমাধ্যমকে জানান, করপোরেট কোম্পানিগুলো দাম কমিয়ে দেয়ার কারণে প্রান্তিক খামারে মুরগির দাম আরও বেশি কমেছে। বর্তমানে পাইকারি পর্যায়ে প্রতি কেজি ব্রয়লার ১৮০ টাকা দরে বিক্রি হচ্ছে, এ দাম আরও কমতে পারে বলেও জানান তারা। ব্রয়লার মুরগির নিম্নমুখী দামের কারণে সোনালি মুরগির দামও কিছুটা কমেছে। বর্তমানে সোনালি মুরগি প্রতি কেজি ৩৫০ থেকে ৩৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। কয়েকদিন আগেও প্রতি কেজি ৩৮০ টাকায় বিক্রি হয়েছে সোনালি মুরগি। এখনও পাড়া-মহল্লার কিছু দোকানে বাড়তি দামে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি।

এ সম্পর্কিত আরও পড়ুন দাম | কমেছে | ব্রয়লার | মুরগির