আর্কাইভ থেকে ক্রিকেট

টিকে থাকার লড়াইয়ে ভারতের আজ আফগান স্পিন পরীক্ষা

টিকে থাকার লড়াইয়ে ভারতের আজ আফগান স্পিন পরীক্ষা

শিখর ধাওয়ান, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদবের মতো পারফর্মারদের ছাড়াই যখন বিশ্বকাপের দল তৈরি করে ভারত, তখন বেশ চাপের মধ্যে পরা বিসিসিআই ম্যানেজমেন্ট থেকে দাম্ভিকতার সঙ্গে বলা হয়, ভারত এক সঙ্গে দুটি জাতীয় দল গড়ার সামর্থ্য রাখে। এই আমিরাতেই আইপিএলের শেষ অংশ খেলার পর মোড়ল দেশটি ভেবেছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের অর্ধেক কাজ তারা সেরে ফেলেছে। কিন্তু বিশ্বমঞ্চের শুরুতেই বিরাট কোহলিদের মাটিতে নামিয়ে দেয় পাকিস্তান।

দুই ম্যাচে দুই হার। টুর্নামেন্টের আয়োজক ভারত দাঁড়িয়ে আছে খাঁদের কিনারায়। আরেকটা হারই যথেষ্ট সুপার টুয়েলভ থেকে তাদের বিদায়ের জন্য। ওদিকে, হাতে থাকা তিন ম্যাচ জিতলেও আবার হবে না। সেমিফাইনালে উঠতে গেলে, বিরাট কোহলির দলকে চেয়ে থাকতে হবে নিউজিল্যান্ড-আফগানিস্তানের দিকেও। যা অুনষ্ঠিত হবে আগামী রোববার (৭ নভেম্বর) আবুধাবিতে। তার আগে নিজেদের জয়টা আদায় করতে হবে। সেই লক্ষ্যে আজ (৩ নভেম্বর) আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে ভারত। রাত ৮টায় আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বাঁচা-মরার ম্যাচে রশিদ-নাবিদের বিপক্ষে লড়বেন কোহলি-রোহিতরা।

এ সম্পর্কিত আরও পড়ুন টিকে | থাকার | লড়াইয়ে | ভারতের | আজ | আফগান | স্পিন | পরীক্ষা