আর্কাইভ থেকে জাতীয়

দাম নিয়ে কারসাজি করলেই আউটলেট বন্ধ

দাম নিয়ে কারসাজি করলেই আউটলেট বন্ধ
ঈদের বাজারে পোশাকের দাম নিয়ে কারসাজি করলে আউটলেট বন্ধ করে দেয়া হবে। জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকারের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার। বৃহস্পতিবার (৩০ মার্চ) রাজধানীর কারওয়ান বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কার্যালয়ে বিভিন্ন ব্র্যান্ডের পোশাক ও কাপড় ব্যবসায়ীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এ কথা জানায় সংস্থাটি। ভোক্তা অধিকারের পরিচালক বলেন, রমজান এলেই ঈদকে কেন্দ্র করে পোশাকের দাম বাড়িয়ে দেয়া হয়। পাশাপাশি স্টিকার ব্যবহার করে পণ্যের দাম নিয়ে জালিয়াতি করে প্রতিষ্ঠানগুলো। এ ধরনের প্রতারণা করলে ভোক্তা আইনে মামলা করা হবে। এছাড়া এ বছর ঈদের বাজারে পোশাকের দাম নিয়ে কারসাজি করলে আউটলেট বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি দেন তিনি। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেন, দেশে কসমেটিকসের বাজারে মান ও দামে ভয়াবহ অবস্থা বিরাজ করছে। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, বাজারের চলমান অবস্থা নিয়ন্ত্রণে আজ (৩০ মার্চ) থেকে কসমেটিকসের দোকানগুলোতে অভিযান শুরু করা হবে। পাশাপাশি অভিযান চলবে শপিংমলগুলোতেও। এছাড়া বেনারসি পল্লি ও বেইলি রোডে বিশেষ অভিযান চালানো হবে। এ সময় ব্রয়লার মুরগির বাজারে বর্তমানে অস্বস্তি-অস্থিরতা নেই বলেও জানায় সংস্থাটি।  

এ সম্পর্কিত আরও পড়ুন দাম | নিয়ে | কারসাজি | করলেই | আউটলেট | বন্ধ