আর্কাইভ থেকে দুর্ঘটনা

বঙ্গোপসাগরে নিখোঁজ চীনা নাবিকের মরদেহ উদ্ধার

বঙ্গোপসাগরে নিখোঁজ চীনা নাবিকের মরদেহ উদ্ধার
চট্টগ্রাম সমুদ্র বন্দরের বহির্নোঙরে থাকা এমভি ক্যাং হুয়ান নামে একটি জাহাজ থেকে পড়ে নিখোঁজ হওয়া চীনা নাবিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত নাবিকের নাম ঝাং মিনইয়ানের (৪২)। তিনি চীনের নাগরিক এবং এমভি ক্যাং হুয়ান জাহাজের প্রধান প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে। শুক্রবার (৩১ মার্চ) সকালে বঙ্গোপসাগরের চট্টগ্রাম নগরের আনন্দবাজার উপকূলীয় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে কোস্টগার্ড। চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক গণমাধ্যমে বলেন, শুক্রবার সকালে বঙ্গোপসাগরের আনন্দবাজার এলাকা থেকে ওই চীনা নাবিকের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ শিপিং এজেন্টের তত্ত্বাবধানে রয়েছে। নির্দিষ্ট প্রক্রিয়া শেষে মরদেহ চীনে পাঠানো হবে। প্রসঙ্গত, এর আগে গেলো মঙ্গলবার (২৮ মার্চ) বিকেলে বন্দরের আলফা অ্যাংকরেজে জাহাজ থেকে পরীক্ষামূলক লাইফবোট সাগরে নামাতে গিয়ে সেটি দুর্ঘটনাবশত পড়ে যায়। এতে ওই লাইফবোটে থাকা ১৬ জনের মধ্যে ১৫ নাবিককে জীবিত উদ্ধার করা হয়। এ ঘটনায় ঝাং মিনইয়ান নিখোঁজ ছিলেন।    

এ সম্পর্কিত আরও পড়ুন বঙ্গোপসাগরে | নিখোঁজ | চীনা | নাবিকের | মরদেহ | উদ্ধার