আর্কাইভ থেকে আফ্রিকা

নাইজারে বন্দুকধারীদের হামলায় ৬৯ জন নিহত

নাইজারে বন্দুকধারীদের হামলায় ৬৯ জন নিহত

আফ্রিকার দেশ নাইজারে বন্দুকধারীদের হামলায় অন্তত ৬৯ জন নিহত হয়েছেন। সরকার জানিয়েছে, নিহতদের মধ্যে একজন স্থানীয় মেয়র এবং একটি আত্মরক্ষাকারী মিলিশিয়ার নেতা রয়েছে। জীবিতদের খোঁজে তল্লাশি চলছে। খবর বিবিসি।

এ ঘটনায় দেশটিতে স্থানীয় সময় শুক্রবার ( ৫ নভেম্বর) জাতীয় শোক ঘোষণা করা হয়েছে।

এ ঘটনায় দেশটিতে স্থানীয় সময় শুক্রবার ( ৫ নভেম্বর) জাতীয় শোক ঘোষণা করা হয়েছে।

আলজাজিরা বলছে, প্রতিবেশী দেশ মালির সীমান্তঘেষা পশ্চিমাঞ্চলীয় তিলাবেরি অঞ্চলে বানিবাঙ্গোউ শহরের মেয়রের নেতৃত্বে ভ্রমণরত একটি প্রতিনিধি দলের ওপর হামলা করে বন্দুকধারীরা। হামলাস্থলটি ওই শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত।

চলতি বছরও পাঁচশ জনেরও বেশি মানুষ প্রাণ হারান এ অঞ্চলে। গত মার্চেও জঙ্গি সন্দেহে ওই অঞ্চলের তিনটি গ্রামে সমন্বিত অভিযানে ১৩৭ জন নিহত হন।

নাইজারের দুই প্রতিবেশী দেশ মালি ও বুরকিনা ফাসোর সীমান্ত এলাকার এই জায়গাটি সাম্প্রতিক বছরগুলোতে ইসলামিক স্টেট (আইএস) এবং আল কায়েদাপন্থি সশস্ত্র বাহিনীর সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষের প্রাণকেন্দ্রে পরিণত হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন নাইজারে | বন্দুকধারীদের | হামলায় | ৬৯ | জন | নিহত