আর্কাইভ থেকে বাংলাদেশ

জ্বালানি তেলের দাম বাড়িয়ে প্রতিদিন পাঁচশ কোটি টাকা লোপাটের সুযোগ দেয়া হচ্ছে: যাত্রী কল্যাণ সমিতি

জ্বালানি তেলের দাম বাড়িয়ে প্রতিদিন পাঁচশ কোটি টাকা লোপাটের সুযোগ দেয়া হচ্ছে: যাত্রী কল্যাণ সমিতি

ধর্মঘটের নামে পরিবহন মালিকদের নৈরাজ্য বন্ধ করার আহবান জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। শনিবার ( ৬ নভেম্বর) সকালে রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে এ আহবান জানান সমিতির মহাসচিব মোজাম্মেল হক।

তিনি বলেন, বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম কম। প্রতিবেশী দেশ ভারতে গত বৃহস্পতিবার থেকে লিটার প্রতি জ্বালানি তেলের শুল্ক পাঁচ থেকে ১০ টাকা কমানো হয়েছে। অথচ বাংলাদেশে জ্বালানি তেলের দাম লিটার প্রতি ১৫ টাকা বাড়ানো হয়েছে। তিনি জানান, জ্বালানি তেলের দাম বাড়িয়ে সরকার গত ছয় বছরে ৬৩ হাজার কোটি টাকা মুনাফা করেছে।

বর্তমানে দাম বাড়ানোর প্রক্রিয়াকে অবৈধ উল্লেখ করে তিনি বলেন, সরকার গায়ের জোরে এই সিদ্ধান্ত নিয়েছে। জ্বালানি তেলের দাম বাড়িয়ে সরকারের দৈনিক ২০ কোটি টাকা সাশ্রয়ের নামে প্রায় পাঁচশ কোটি টাকা লোপাটের সুযোগ করে দেয়া হচ্ছে।

মোজাম্মেল হক জানান, ২০১৬ সালে জ্বালানি তেলের দাম প্রতি লিটারে ৩ টাকা কমানো হয়। তখন ভাড়া কমানো হয় ৩ পঁয়সা। এখন লিটার প্রতি ১৫ টাকা বাড়ানো হলে ভাড়া বাড়াতে হবে প্রতি কিলোমিটারে ১৫ পঁয়সা।

তিনি প্রশ্ন রাখেন বাস ভাড়া সরকার নির্ধারিত করে দেয়। একারনে ভাড়া বাড়ানোর দাবীতে বাস মালিক-শ্রমিকরা ধর্মঘট করছে। কিন্ত ট্রাক কাভার্ড ভ্যানের ভাড়া তো এসব পরিবহন মালিকরা নিজেরাই নির্ধারণ করেন। তাহলে তারা কেন ধর্মঘট করছেন?

এ সম্পর্কিত আরও পড়ুন জ্বালানি | তেলের | দাম | বাড়িয়ে | প্রতিদিন | পাঁচশ | কোটি | টাকা | লোপাটের | সুযোগ | দেয়া | হচ্ছে | যাত্রী | কল্যাণ | সমিতি