আর্কাইভ থেকে অপরাধ

অনলাইন জুয়া প্ল্যাটফর্মের এডমিন গ্রেপ্তার

অনলাইন জুয়া প্ল্যাটফর্মের এডমিন গ্রেপ্তার
রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে অনলাইন জুয়া প্ল্যাটফর্মের এক এডমিনকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। অভিযুক্ত ওই যুবকের নাম মো. হাফিজ আল আসাদকে (২৩)। গেলো রোববার গোপন সংবাদের ভিত্তিতে খিলক্ষেত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ১টি স্মার্টফোন ও ২টি সিম কার্ড জব্দ করা হয়েছে। সোমবার (৩ এপ্রিল) এটিইউ'র পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) মোহাম্মদ আসলাম খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গেলো (২৭ জানুয়ারি) বগুড়ায় অভিযান পরিচালনা করে অনলাইন জুয়ার প্লাটফর্মের সদস্য মো. রানা মিয়া ও মো. রেজা আহম্মেদকে গ্রেপ্তার করে এটিইউ। তাদের গ্রেপ্তারের পর ওই মামলার সন্দিগ্ধ পলাতক আসামি মো. হাফিজ আল আসাদ অনলাইন জুয়া প্ল্যাটফর্মের কাজে ব্যবহৃত মোবাইল বিক্রি করে দেয়। প্রসঙ্গত, গ্রেপ্তার মো. হাফিজ আল আসাদ ফেসবুক আইডি ও ফেসবুক গ্রুপ ব্যবহারের মাধ্যমে অনলাইনে জুয়ার ওয়েবসাইটে অবৈধভাবে জুয়া পরিচালনা করে আসছিল। এছাড়া মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে জুয়ার টাকা লেনদেন এবং বিভিন্ন জনকে অনলাইন জুয়া খেলার জন্য উৎসাহিত করে টাকা/ডলারের মাধ্যমে অনলাইন জুয়ায় অংশগ্রহণ করায়, যাতে অনেক সাধারণ লোক সর্বস্বান্ত হয়েছে। সে এক বা একাধিক সুপার এজেন্টের সঙ্গে সরাসরি ওয়ানএক্সবেট অনলাইন জুয়ার প্লাটফর্মে লেনদেনের মাধ্যমে দীর্ঘদিন ধরে অনলাইন জুয়া পরিচালনা করে আসছিল। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও তিনি জানান।  

এ সম্পর্কিত আরও পড়ুন অনলাইন | জুয়া | প্ল্যাটফর্মের | এডমিন | গ্রেপ্তার