আর্কাইভ থেকে দেশজুড়ে

জীবন সংগ্রামে থেমে নেই প্রতিবন্ধী বিলকিস খাতুন

জীবন সংগ্রামে থেমে নেই প্রতিবন্ধী বিলকিস খাতুন
প্রতিবন্ধকতা কখনোই সাফল্যকে আটকাতে পারে না। প্রতিবন্ধীরা এখন সমাজের বোঝা নয়, সঠিক যত্ন ও পরিচর্যা পেলে তারাও বদলে দিতে পারে সমাজ, সংসার ও পরিবার। সমাজের মানুষের ভালো দৃষ্টি ও রাষ্ট্রের সামান্য সহযোগিতা আট দশজনের মতো সুস্থ্য স্বাভাবিক মানুষের ন্যায় দেশ জাতি গঠনে সার্বিক ভাবে ভূমিকা রাখতে পারে। এমনি একজন রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের করিলাবাড়ি গ্রামের বাসিন্দা বিলকিস খাতুন(৩৫)। শারীরিক প্রতিবন্ধী হয়েও জীবন সংগ্রামে থেমে নেই। কাজের মাঝেই তার পরম আনন্দ। তার পিতা মৃত সোলাইমান হোসেন, মা বেঁচে আছেন। ব্যাক্তি জীবনে তিনি বিবাহিত ছিলেন, পারিবারিক ভাবে স্বামীর সংসার থেকে তিনি বিচ্ছিন্ন। বোনের সন্তানকে নিজের সন্তান মনে করে লালনপালন করছেন। বিলকিস খাতুন তার নিজস্ব প্রচেষ্টায় বান্ধবীর সহযোগিতায় ধানগড়া উপজেলা পরিষদের সামনে  দিয়েছেন বিলকিস পাপিয়া টেইলার্স অ্যান্ড ফ্যাশন হাউস। নিজে আর বান্ধবী পাপিয়া খাতুন মিলেই ব্যবসা পরিচালনা করেন। যা আয় হয় তা দিয়েই চলে তাদের সংসার। শারীরিক প্রতিবন্ধী হিসেবেই বিলকিস খাতুনের জম্ম। সে আট দশজনের মত হাটা চলা করতে পারে না। স্থানীয় নেতা কর্মীদের মাধ্যমে স্থানীয় এমপি ডাঃ আব্দুল আজিজের সহযোগিতায় তিনি একটি চলাচলের জন্য রিকশা পেয়েছেন। সেই অটো রিকশা করে বিলকিস তার ব্যবসা প্রতিষ্ঠানসহ সব জায়গায় চলাচল করেন।তিনি জানান শারীরিক প্রতিবন্ধী হয়েও আমি হালাল ভাবে অর্থ উপার্জন করে সংসার চালাচ্ছি। বর্তমানে এনজিও থেকে লোন নিয়ে সেলাই মেশিন ক্রয় করে এই দোকান দিয়েছি। ক্রেতাদের ভীর থাকলেও অর্থনৈতিক ভাবে সচ্ছল না থাকায় দোকানে তেমন পণ্য সামগ্রী তুলতে পারছি না। সরকারি অথবা বেসরকারিভাবে কেউ সহযোগিতা করলে হয়তো ব্যবসায় সফলতা পাবো। প্রতিবন্ধী বিলকিস খাতুনের সহযোগি পাপিয়া খাতুনের বাড়ি উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের বাঐখোলা এলাকায় সংসার জীবনে ১ ছেলে আর ১ মেয়ে রয়েছে তার। পারিবারিক ভাবে স্বামীর সংসার তারও ত্যাক করতে হয়। হঠাৎ পরিচয়ের মাধ্যমে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয় প্রতিবন্ধী বিলকিসের সঙ্গে। সেই থেকে দুজনে এক সাথেই চলা ফেরা করেন। তিনি জানান, বিলকিস খাতুনের সঙ্গে তিনিও উদ্যোগ নেন টেইলার্স ও ডিজাইন ব্যবসার। স্থানীয় এনজিওর মাধ্যমে লোন নিয়ে তারা দুজনে মিলে শুরু করেন এই ব্যবসা। খুব ভালোই চলছে তাদের বেচাকেনা। কিন্তু অর্থনৈতিক সংকটের কারণে ক্রেতাদের চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করতে পারছেল না। তাই তারা জানান সরকারি ও বেসরকারি ভাবে তাদের অর্থনৈতিক ভাবে সহযোগিতা করলে তারা এই ব্যবসায় সফলতা পাবেন।

এ সম্পর্কিত আরও পড়ুন জীবন | সংগ্রামে | থেমে | নেই | প্রতিবন্ধী | বিলকিস | খাতুন