আর্কাইভ থেকে বলিউড

ক্লান্তিহীন পরিশ্রমে বিশ্বাসী নন রানী

ক্লান্তিহীন পরিশ্রমে বিশ্বাসী নন রানী
‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ আন্তর্জাতিক পরিমন্ডলে দর্শকের হৃদয়ে সাড়া ফেলেছে। দু’বছরের বিরতির পর এ ছবি দিয়ে বড় পর্দায় ফিরেছেন রানী মুখার্জী। আদিত্য চোপড়ার সঙ্গে বিয়ে এবং কন্যা আদিরার জন্মের পর খুব বেছে বেছে ছবি করছেন রানী। সাম্প্রতিক ছবিটির আগে ২০২১ সালে ‘বান্টি অউর বাবলি ২’ ছবিতে দেখা গিয়েছিল রানীকে। যে ছবির প্রথম পর্বে তিনিই ছিলেন ২০০৫ সালে। ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবির প্রচারে রানি জানিয়েছিলেন, তিনি কাজের মাঝে বিরতি নিতে পছন্দ করেন। একটি ছবি মুক্তির পর দর্শকের প্রতিক্রিয়া দেখতে চান, অন্য শিল্পীরা কী করছেন, সে সবও লক্ষ করতে চান। তারপর নিজের সিদ্ধান্ত নেন। রানীর কথায়, “ ছবির মুক্তির পর দর্শকের কেমন লাগছে, সেটা আমি বুঝতে চাই। আমি তখন বাড়িতে থাকি, নানা বিষয়ে নিজেকে সমৃদ্ধ করে নিই। আমি সারা বিশ্বের সিনেমা দেখি। নতুন কী আসছে, সারা বিশ্ব জুড়ে কী কাজ হচ্ছে, এগুলো দেখি। অভিনেত্রী হিসাবে সব সময় অনুপ্রাণিত হতে চাই। আমাদের দেশের নানা প্রদেশের অভিনেতাদের কাজও দেখি।”
রানী মুখার্জী
রানী মুখার্জী
ক্লান্তিহীন পরিশ্রমে বিশ্বাস করেন না রানী। বরাবরই তিনি ধীরে এবং ভাল ভাবে কাজ করার পক্ষপাতী। জানিয়েছেন, শুধু অভিনয় করবেন বলেই করেন না। রানীর কথায়, “চিত্রনাট্য বাছার ক্ষেত্রেও আমি নতুনত্ব খুঁজি। কোন গল্প বিশ্ববাসীর মন জয় করতে পারে সেই রকম গল্পের চরিত্র হতে চাই।” এ অভিনেত্রী জানান, এমন ছবি এবং গল্পের সঙ্গেই তিনি যুক্ত থাকতে চান, যা মানুষকে কিছু জানাবে। খুব ঘন ঘন তেমনটা আসে না, সময় লাগে। তাই তিনি একটা ছবি করে সময় নিয়ে পরবর্তী ছবির জন্য সিদ্ধান্ত নেন। একটা ভাল গল্প আসার জন্য যেটুকু সময় দরকার, সেটুকু নিয়েই থাকেন রানি। আর তাই তার অভিনীত কাজ দেখতে অপেক্ষা করে থাকতে হয় দর্শককে।

এ সম্পর্কিত আরও পড়ুন ক্লান্তিহীন | পরিশ্রমে | বিশ্বাসী | নন | রানী