আর্কাইভ থেকে ক্রিকেট

মুশফিকের শতক, বড় সংগ্রহের দিকে বাংলাদেশ

মুশফিকের শতক, বড় সংগ্রহের দিকে বাংলাদেশ
আয়ারল্যান্ডের বিপক্ষে এক মাত্র টেস্টে সেঞ্চুরি তুলে নিয়েছেন মুশফিকুর রহিম। মার্ক এডেয়ারের বলে বাউন্ডারি মেরে ক্যারিয়ারের দশম সেঞ্চুরি পূর্ণ করলেন তিনি। একবছর আগে শ্রীলঙ্কার বিপক্ষে ২০২২ সালের ১৫ মে নবম সেঞ্চুরির দেখা পেয়েছিলেন মুশি। মিরপুরে অনুষ্ঠিত সেই ম্যাচে মুশফিক খেলেছিলেন অপরাজিত ১৭৫ রানের ইনিংস। মুশির সেঞ্চুরির পর বড় সংগ্রের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫৫.৩ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ২৬৮ রানে ব্যাট করছে বাংলাদেশ। ১১০ রানে মুশফিক ও ২৭ রানে ব্যাট করছে লিটন। বাংলাদেশের লিড ৫৪ রান। এর আগে মঙ্গলবার মিরপুর শেরে বাংলায় আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে দ্বিতীয় দিনে ১৮০ রানে পিছিয়ে থেকে ইনিংস শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় দিনে মমিনুল হকের সাথে নতুন ব্যাটার হিসেবে ক্রিজে আসেন মুশফিকুর রহিম। কিন্তু শুরুতেই বিদায় নেন মমিনুল। এরপর ক্রিজে আসেন দলের অধিনায়ক সাকিব আল হাসান। মুশফিক-সাকিব মিলে ৪০ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়া দলকে টেনে তোলেন। কিন্তু ১৫৯ রানের জুটি গড়ে ব্যক্তিগত ৮৭ রান করে বিদায় নেন সাকিব।  

এ সম্পর্কিত আরও পড়ুন মুশফিকের | শতক | বড় | সংগ্রহের | দিকে | বাংলাদেশ