আর্কাইভ থেকে জাতীয়

বঙ্গবাজারে সব পুড়ে ছাই হলেও, হাদিসের ব্যাখ্যা গ্রন্থ অক্ষত

বঙ্গবাজারে সব পুড়ে ছাই হলেও, হাদিসের ব্যাখ্যা গ্রন্থ অক্ষত
মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজারে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে প্রায় সাড়ে ৬ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর থেকেই পুরো বঙ্গবাজার এলাকার দৃশ্যপট পরিবর্তন হয়ে গেছে। আগুনে বঙ্গবাজারসহ আশপাশের ৬টি মার্কেটের ৫ হাজার ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন। পুড়ে গেছে মার্কেটের প্রায় সব কাপড়। কাঠ আর টিন দিয়ে তৈরি বঙ্গবাজার পুড়ে এখন এক ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। বঙ্গবাজারের আশপাশের কয়েকটি ভবনও পুড়েছে। এর মাঝে ধ্বংসস্তুপের মালামাল সরাতে গিয়ে মার্কেটের নামাজ ঘরে দেখা যায় সব পুড়ে গেলেও, হাদিসের ব্যাখ্যা গ্রন্থ ‘উমদাদুল কারী’ অক্ষত রয়েছে। ব্যবসায়ীরা পড়ে হাদিসের ব্যাখ্যা গ্রন্থটি দেখান। আগুনের তাপে তা গরম হলেও হাদিসের ব্যাখ্যা গ্রন্থটি কোনও অংশ পুড়েনি। এর আগেও বিভিন্ন অগ্নিকাণ্ডে আমরা দেখেছি কোটি টাকার আসবাবপত্র, গুরুত্বপূর্ণ কাগজ পুড়ে ছাই হয়ে যাওয়ার পরও কোরআনের আয়াত সমূহের একটি অক্ষরও আগুন পুড়াতে পারেনা।

এ সম্পর্কিত আরও পড়ুন বঙ্গবাজারে | পুড়ে | ছাই | হলেও | হাদিসের | ব্যাখ্যা | গ্রন্থ | অক্ষত