আন্তর্জাতিক

কলকাতার বাজারে যে দামে বিক্রি হচ্ছে বাংলাদেশের ইলিশ

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে বাংলাদেশ থেকে রপ্তানি করা ইলিশের প্রথম চালান ভারতে পৌঁছেছে। এখন পর্যন্ত পশ্চিমবঙ্গ রাজ্যে মোট ৪০ মেট্রিক টন ইলিশ গেছে। আমদানি করা এসব ইলিশ ১৭০০ টাকা কেজি দরে পাইকারি বাজারে বিক্রি করছে ভারতীয় পাইকাররা।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকেই দেশটির পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার হাওড়ার পাইকারি বাজারে ইলিশ বিক্রি হচ্ছে বলে জানিয়েছে ভারতের গণমাধ্যম

হাওড়ার স্থানীয় একটি বাজারের বিক্রেতা সুকুমার মল্লিক জানান, পাইকারি বাজারেই ইলিশের দাম কেজি প্রতি ১৭০০ টাকা হয়ে যাচ্ছে। খুচরা বাজারে দাম আরও বাড়বে। ফলে কত জন ইলিশ কিনতে ক্রেতারা আগ্রহী হবেন, বোঝা যাচ্ছে না।

কলকাতার ফিস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন-এর সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ জানান, জোগান বাড়লে পূজার আগে ইলিশের দাম কমতে পারে। সে ক্ষেত্রে পূজায় মধ্যবিত্তের পাতেও পড়বে ইলিশ।

কলকাতার মানিকতলা বাজার কর্তৃপক্ষ জানায়,  আজকে গড়ে ৫০০ কেজি বাংলাদেশি ইলিশ ঢুকেছে। ৬০০ থেকে ৭০০ গ্রামের ইলিশ ১২০০ টাকা কেজি। ১ কেজি ওজনের ইলিশ ১৫০০ টাকা কেজি। ১ কেজি ২৫০ কেজি ওজনের মাছ ১৮০০ টাকা কেজি। দেড় কেজি ওজনের মাছ ২০০০-২২০০ টাকা কেজি। আপাতত এই দামে বিক্রি করা হচ্ছে। বেলা বারোটার পরে নতুন দাম নির্ধারিত হতে পারে বলে জানিয়েছেন তারা।

প্রসঙ্গত, পূজার আগে বাজারে পদ্মার ইলিশ ঢোকায় খুশি বিক্রেতারা। শুক্রবার থেকেই কলকাতার সমস্ত বাজারে ইলিশ পৌঁছে যাবে বলে জানানো হয়েছে। তবে এই মাছের দাম কতটা মধ্যবিত্তের নাগালের মধ্যে থাকবে, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিক্রেতারা।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন ইলিশ | কলকাতা