ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর ক্রিভি রিহের একটি আবাসিক এলাকায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ৬ শিশুসহ অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এখন পর্যন্ত এটিই চলতি বছরে ইউক্রেনে চালানো রাশিয়ার সবচেয়ে বড় হামলা।
শুক্রবার (৪ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, গেলো শুক্রবার (৪ এপ্রিল) ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির জন্মস্থান ক্রিভি রিহে রুশ বাহিনী হামলা চালায়।
এই হামলার পর জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, এখনও উদ্ধার অভিযান চলছে। একইসঙ্গে তিনি পশ্চিমা বিশ্বকে মস্কোর ওপর আরও চাপ প্রয়োগের আহ্বান জানান।
নিপ্রোপেত্রভস্ক অঞ্চলের গভর্নর সেরহি লিসাক টেলিগ্রামে জানান, হামলায় শহরের একাধিক আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে আগুন ধরে যায়।
ঘটনাস্থল থেকে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা গেছে, রাস্তায় পড়ে আছে মৃতদেহ ও আহত মানুষজন। একটি খেলার মাঠেও হামলার ধ্বংসাবশেষ দেখা গেছে, আর আকাশে উঠছে ধোঁয়ার কুন্ডলী। তবে এই ভিডিওগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
গভর্নরের দেওয়া তথ্যমতে, হামলায় অন্তত ৫০ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৩০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে মাত্র তিন মাস বয়সী এক শিশুও রয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ক্রিভি শহরে ইউক্রেনীয় সেনা এবং বিদেশী প্রশিক্ষকদের একটি সমাবেশে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। তাদের ভাষ্যমতে, এই হামলায় ৮৫ জন ‘বিদেশি যোদ্ধা’ ও অফিসার নিহত হয়েছেন এবং ধ্বংস হয়েছে ২০টিরও বেশি সামরিক যান।
এমএ//