জাতীয়

প্রধান উপদেষ্টার নেতৃত্বে জরুরি বৈঠক শুরু

সম্প্রতি বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এর প্রেক্ষিতে মার্কিন শুল্ক ইস্যু নিয়ে আলোচনা করতে প্রধান উপদেষ্টার নেতৃত্বে জরুরি বৈঠক শুরু হয়েছে।

শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠকটি শুরু হয়েছে।

প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, বৈঠকে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব মো. সিরাজ উদ্দিন মিয়া রয়েছেন। এছাড়া বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন, প্রধান উপদেষ্টার হাইরিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমানসহ সংশ্লিষ্টরা অংশ নিয়েছেন।

এর আগে দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, সভায় মার্কিন শুল্ক আরোপের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকারের করণীয় বিষয়ে আলোচনা হবে এবং সমাধানের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

গেলো ২ এপ্রিল যুক্তরাষ্ট্র ১৮৫টি দেশের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত নেয়। বাংলাদেশসহ এসব দেশ ন্যূনতম ১০ শতাংশ থেকে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত শুল্কের কবলে পড়েছে। এর মধ্যে বাংলাদেশি পণ্যগুলোর ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করা হয়।

 

এছাড়া যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যু নিয়ে চীন ও কানাডা পাল্টা শুল্ক আরোপ করেছে। চীন ৩৪ শতাংশ এবং কানাডা ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন প্রধান উপদেষ্টা