আন্তর্জাতিক

লন্ডন মেয়রের ঈদবার্তা নিয়ে ক্ষোভে ফুঁসছে ইসরাইল, পাল্টা জবাব মেয়র সাদিকের

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

লন্ডনের মেয়র সাদিক খানের ঈদুল ফিতরের শুভেচ্ছাবার্তা ঘিরে ফুঁসে উঠছে ইসরাইল। লন্ডনের ইসরাইলি দূতাবাস তীব্র প্রতিক্রিয়ায় জানিয়েছেবৃহস্পতিবার (৩ এপ্রিল) প্রকাশিত এক দীর্ঘ বিবৃতিতে তারা মেয়র খানের বিরুদ্ধে ‘হামাসের প্রচারণা ছড়ানোর’ অভিযোগ তোলেন।

তবে তাৎক্ষণিকভাবে মেয়রের দপ্তর এর পাল্টা জবাব দিয়েছে এবং এই সমালোচনার কঠোর প্রতিবাদ জানিয়েছে।

গেলো ৩০ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওবার্তায় মেয়র সাদিক খান মুসলিমদের পবিত্র রমজান মাস শেষে ঈদুল ফিতরের উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানান। ভিডিওবার্তায় তিনি বলেন, ‘অনেকের জন্য এই ঈদের আনন্দ বিষণ্ণতায় আচ্ছন্ন হয়ে যাবে, কারণ সুদান ও ফিলিস্তিনে চলমান ভয়াবহ মানবিক বিপর্যয় ও হত্যাযজ্ঞ আমাদের মনে গভীর কষ্ট সৃষ্টি করছে।’

এই বার্তায় প্রতিক্রিয়া জানিয়ে ইসরাইলি দূতাবাস বলে, হামাসের নৃশংস হামলার মাধ্যমে যুদ্ধ শুরু হয়েছে যা ইসরাইলের ওপর চাপিয়ে দেওয়া হয়। অথচ মেয়রের বার্তায় হামাসের নাম পর্যন্ত উচ্চারণ করা হয়নি, সন্ত্রাসবাদের নিন্দা করা হয়নি, এমনকি জিম্মিদের মুক্তির আহ্বানও জানানো হয়নি।

তবে ইসরাইলিদের প্রচণ্ড সমালোচনার কঠোর প্রতিবাদ জানিয়েছে লণ্ডন মেয়রের দপ্তর একটি বিবৃতি প্রকাশ করেছে।

বিবৃতিতে বলা হয়, ‘মেয়র বহুবার হামাস কর্তৃক সংঘটিত হামলাগুলোর বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন এবং এই সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি প্রতিটি প্রাণহানিতে শোকাহত এবং একটি স্থায়ী যুদ্ধবিরতির পক্ষে অবস্থান নিয়েছেন।’

সূত্র: রয়টার্স

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন সাদিক খান | ইসরাইল | হামাস | লন্ডন মেয়র