আর্কাইভ থেকে বাংলাদেশ

গণপরিবহন ধর্মঘট প্রত্যাহার, আজই চলবে বাস

গণপরিবহন ধর্মঘট প্রত্যাহার, আজই চলবে বাস

গণপরিবহন ধর্মঘট প্রত্যাহোরের ঘোষণা দিয়েছেন পরিবহন মালিকরা।

আজ রোববার (৭ নভেম্বর) রাজধানীর বনানীতে বিআরটিএ দপ্তরে বৈঠকের পর এ ঘোষণা দেয়া হয়।

বৈঠকে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে বাস ভাড়া বাড়াতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) প্রস্তাব দেন পরিবহন মালিকরা। দুই পক্ষের আলোচনার পর ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়। বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার জানান, বৈঠকে বাসের নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে। প্রতি কিলোমিটারে দূরপাল্লার বাসের ভাড়া এক টাকা ৮০ পয়সা, মহানগরে বাসের ভাড়া দুই টাকা ১৫ পয়সা ও মিনিবাসের ভাড়া দুই টাকা ৫ পয়সা নির্ধারণ করা হয়। বড় বাসে সর্বনিম্ন ভাড়া ১০ টাকা ও মিনিবাসে ৮ টাকা নির্ধারণ করা হয়েছে। বৈঠকের পর জানানো হয়, এ বিষয়ে আজই প্রজ্ঞাপন জারি করা হবে। সোমবার (৮ নভেম্বের) থেকে তা কার্যকর হবে। তবে সিএনজি চালিত বাসের ক্ষেত্রে এ ভাড়া কার্যকর হবে না। বৈঠকের পর বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব এনায়েত উল্লাহ বলেন, তেলের দাম বৃদ্ধি হওয়ায় মালিকরা নিজ নিজ ইচ্ছায় বাস বন্ধ করে দিয়েছিলো। যে ভাড়া সমন্বয় করা হয়েছে তাতে তেলসহ বাসের উপকরণ খরচেও ঘাটতি আছে। শুধু জনগণের কথা বিবেচনা করে মেনে নেয়া হয়েছে। তিনি বলেন. বাস মালিকরা আঞ্চলিক ভিত্তিক ধর্মঘটের ডাক দিয়েছিলেন, আমরাও তাতে সমর্থন করেছি। এখন তা প্রত্যাহার করে বাস চালানোর জন্য আহ্বান করছি। জেএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন গণপরিবহন | ধর্মঘট | প্রত্যাহার | আজই | চলবে | বাস