আর্কাইভ থেকে বাংলাদেশ

প্রজ্ঞাপন জারির পর আজ থেকে বাড়তি ভাড়ায় চলছে বাস

প্রজ্ঞাপন জারির পর আজ থেকে বাড়তি ভাড়ায় চলছে বাস

জ্বালানি তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে পরিবহন মালিকদের দাবির মুখে বাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রোববার (৭ নভেম্বর) সন্ধ্যায় বাস মালিকদের সঙ্গে বৈঠকের পর ভাড়া বাড়ানোর বিষয়ে এক মত হন উভয় পক্ষ। ওই দিন রাতেই জারি করা হয় প্রজ্ঞাপন

আজ সোমবার (৮ নভেম্বর) এথকে কার্যকর হয়েছে বাড়তি ভাড়ার প্রজ্ঞাপন। তবে গতকাল সন্ধ্যা থেকেই অনেক বাস বাড়তি ভাড়া আদায় করছে যাত্রীদের কাছ থেকে।

প্রজ্ঞাপনের মাধ্যমে মহানগরে বাসের সর্বনিম্ন ভাড়া ১০, মিনিবাসে ৮ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে সিএনজিচালিত বাস ভাড়া বাড়ছে না।

প্রজ্ঞাপনে দূরপাল্লার বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৮০ পয়সা  যেখানে আগে ছিলো ১ টাকা ৪২ পয়সা অর্থাৎ প্রতিকিলোমিটারে বাড়তি ৩৮ পয়সা বাড়ানো হয়েছে। এছাড়া মহানগরে বাসের বর্তমান ভাড়া কিলোমিটারে ১ টাকা ৭০ পয়সা, সেটা ২ টাকা ১৫ পয়সা করা হয়েছে। প্রতি কিলোমিটারে ভাড়া বেড়েছে ৪৫ পয়সা। মহানগরে মিনিবাসের বর্তমান ভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৬০ পয়সা। সেটি বাড়িয়ে ২ টাকা ৫ পয়সা করা হয়েছে। কিলোমিটারপ্রতি ৪৫ পয়সা ভাড়া বাড়ানো হয়েছে।

ডিজেলের দাম বাড়ানোর প্রতিবাদে গত ৫ নভেম্বর সকাল থেকে হঠাৎ করে পরিবহন মালিক ও শ্রমিকরা পরিবহন চলাচল বন্ধ করে দেয়। এর পর রোববার (৭ নভেম্বর) বাস মালিকদের সঙ্গে বৈঠকে বসে বিআরটিএ।

এ সম্পর্কিত আরও পড়ুন প্রজ্ঞাপন | জারির | আজ | বাড়তি | ভাড়ায় | চলছে | বাস