রাজবাড়ীতে মাঝরাতে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গেলো ৩ নভেম্বর রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। তবে ৬ নভেম্বর অভিযুক্ত রিপন মণ্ডলের নামে রাজবাড়ী থানায় একটি মামলা করেন প্রবাসীর স্ত্রী।
রাজবাড়ী সদর থানার ওসি মোহাম্মদ সাহাদাত হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ওই সৌদি প্রবাসীর স্ত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরের বাথরুমে গেলে, এই ফাঁকে ঘরে ঢুকে পড়েন রিপন। ওই গৃহবধূ ঘরে প্রবেশ করলে রিপন তার মুখে কাপড় গুঁজে দিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
মামলার বিবরণে জানা যায়, ভুক্তভোগী ওই নারীর স্বামী দুই বছর ধরে সৌদি আরবে থাকেন। স্বামী বাড়িতে না থাকার সুযোগে রিপন মণ্ডল তাকে মাঝে মাঝে কুপ্রস্তাব দিত। এই বিষয়টি ওই নারী তার প্রবাসী স্বামী, শ্বশুর ও শাশুড়িকে জানান।
পরে বিষয়টি রিপনের পরিবারকে জানালে, এতে রিপন মণ্ডল ক্ষিপ্ত হয়ে ওঠে। পরে ওই গৃহবধূ ঘরে প্রবেশ করলে রিপন তার মুখে কাপড় গুঁজে দিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। গৃহবধূর শব্দ শুনে পাশের ঘরে থাকা শ্বশুর, শাশুড়িসহ লোকজন এগিয়ে এলে রিপন মণ্ডল দৌড়ে পালিয়ে যায়।