আর্কাইভ থেকে এশিয়া

চুলের ছাঁট পছন্দ না হওয়ায় ১৬ তলা থেকে ঝাঁপ

চুলের ছাঁট পছন্দ না হওয়ায় ১৬ তলা থেকে ঝাঁপ
চুলের ছাঁট পছন্দ না হওয়ায় ১৬ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলো কিশোর। সেলুন থেকে ফেরার পরেই চুলের নতুন ছাঁট দেখে মনমরা হয়ে পড়েছিল সে। বাড়ির সকলে তাকে বোঝানোর পরেও তার মন ভালো হয়নি। পরে রাতে বাড়ির শৌচাগারের জানলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে সে। ভারতের মহারাষ্ট্রের ভায়ন্দরের বাসিন্দা শত্রুঘ্ন পাঠকের বয়স ১৩ বছর। ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল সে। মঙ্গলবার ভাইয়ের সঙ্গে সে স্থানীয় একটি সেলুনে চুল কাটতে গিয়েছিল। কিন্তু অভিযোগ, সেলুনে তার চুল অতিরিক্ত ছোট করে কেটে দেয়া হয়। সেই ছাঁট একেবারে পছন্দ হয়নি কিশোরের। বাড়ি ফিরে আয়নায় নিজের মুখ দেখে কান্নাকাটি শুরু করে কিশোর। বাবা, মা এবং পরিবারের বাকি সদস্যেরা তাকে অনেক বোঝান। কিন্তু কিছুতেই কিছু লাভ হয়নি। কিশোর সারা দিন চুলের কারণে মনমরা হয়ে ছিল। পুলিশকে তেমনটাই জানিয়েছে মৃতের পরিবার। পুলিশ সূত্রে খবর, ভায়ন্দরের একটি আবাসনের ১৬ তলায় থাকত ওই কিশোর। মঙ্গলবার রাতে বাড়ির সকলে যখন ঘুমিয়ে পড়েছিলেন, সেই সময় কিশোর শৌচাগারে গিয়ে সেখানকার জানলা থেকে নীচে ঝাঁপ দেয়। চুলের কারণেই সে এই সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি পরিবারের। তার দেহ আবাসনের নীচ থেকে উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

এ সম্পর্কিত আরও পড়ুন চুলের | ছাঁট | পছন্দ | হওয়ায় | ১৬ | তলা | ঝাঁপ