ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মাসব্যাপী তাঁত শিল্প ও বস্ত্র মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা ডাক বাংলো প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়। উপজেলা মাধ্যমিক তাঁতী সমিতি ও তাঁতীলীগ মেলার আয়োজন করেন। মেলায় ৪০টি স্টল বরাদ্দ দেয়া হয়েছে।
ফিতা কেটে মেলা উদ্বোধন করেন নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন।
আরও উপস্থিত ছিলেন, ঢাকা জেলা পরিষদের সদস্য ওয়াহিদুজ্জামান রনি, কলাকোপা ইউপি চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিল, নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান রানা, আওয়ামীলীগ নেতা শহীদুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা শেখ নাহিদুল আলম নাদিম, সাজু নাহিদসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
পরে অতিথিবৃন্দরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ মেলা মাসব্যাপী চলবে বলে জানান মেলা কর্তৃপক্ষ।
এস