বাংলাদেশ সফরে ৩ ম্যাচ টি-টোয়েন্টির জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দলের নেতৃত্বে আছেন যথারীতি বাবর আজম। আগামী ১৯, ২০ ও ২২ নভেম্বর ঢাকায় ম্যাচগুলো হবে।
পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াডে থাকা প্রায় সব ক্রিকেটার এই দলে আছেন। শুধু নেই অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। তরুণদের সুযোগ দিতে বাংলাদেশ সফর থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। তার পরিবর্তে স্কোয়াডে ঢুকেছেন ৩১ বছর বয়সী ক্রিকেটার ইফতিখার আহমেদ। এছাড়া দলে অন্তর্ভুক্ত হওয়া নতুন ক্রিকেটার হলেন হায়দার আলী ও খুশদিল শাহ।
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষেই বাংলাদেশ সফর করবে পাকিস্তান ক্রিকেট দল। আপাতত ক্রিকেটের এই বৈশ্বিক টুর্নামেন্টে সেমিফাইনালের গণ্ডি পেরিয়ে ফাইনাল খেলার স্বপ্ন তাদের। যদি তা বাস্তবে পরিণত হয়, তাহলে ফাইনালি লড়াই শেষেই ঢাকার বিমান ধরবেন বাবররা।
এ নিয়ে ২০১৬ এশিয়া কাপের পর বাংলাদেশে আসছে পাকিস্তান। সফরে টাইগারদের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচও খেলবেন বাবররা। দুই দলের প্রথম টেস্ট শুরু হবে ২৬ নভেম্বর। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গড়াবে এটি। আর মিরপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে ৪ ডিসেম্বর। এই সিরিজ দিয়ে টেস্ট চ্যাম্পিনশিপের দ্বিতীয় আসর শুরু করবেন মুমিনুল হকরা।
পাকিস্তান স্কোয়াড
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আসিফ আলী, ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, হাসান আলী, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সরফরাজ আহমেদ, শাহীন শাহ আফ্রিদি, শাহনওয়াজ দাহানি, শোয়েব মালিক ও উসমান কাদির।
এস