আর্কাইভ থেকে বলিউড

নামাজ পড়তে গিয়ে একী করলেন রাখি!

নামাজ পড়তে গিয়ে একী করলেন রাখি!
আদিল খান দুরানিকে ভালবেসে বিয়ে করে ধর্ম পরিবর্তন করেন রাখি সাওয়ান্ত। ইসলাম কবুল করেছেন এ অভিনেত্রী। মুসলিম হওয়ার পর রাখির নামের সঙ্গে জুড়েছে ‘ফতিমা’। তবে আদিল আর তার সম্পর্ক এখন আদায় কাঁচকলায়। রাখির আনা অভিযোগে আদিল এখন জেলে। তবে স্বামীর সঙ্গে এত মনোমালিন্যের পরেও ইসলাম ধর্ম ত্যাগ করেননি তিনি। রমজান মাসে জীবনের প্রথম রোজা পালন করছেন রাখি। বিভিন্ন সময়ে সেই ছবি ভাগ করে নিয়েছেন নিজের সমাজমাধ্যমের পাতায়। বিভিন্ন সময়ে ইফতার পার্টির ছবি দিয়েছেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। তবে এবার নমাজ পড়তে গিয়ে ভুল করে বসলেন রাখি, নজর পড়ল নেটপাড়ার একাংশের। মাথা ঢাকা হিজাবে। তবে নমাজ পড়ার সময় কামিজের সঙ্গে যে প্যান্ট পরেছিলেন রাখি তা বেশ কিছুটা ছোট ছিল। পায়ের একটা অংশ বেরিয়ে থাকায় মনঃক্ষুণ্ণ হয়েছেন অনেকেই। অনেকেরই ধারণা, তিনি ইসলামের অপমান করছেন।
 
View this post on Instagram
 

A post shared by Rakhi Sawant (@rakhisawant2511)

কেউ লেখেন, ‘‘আপনি নামাজ পড়ছেন খুব ভাল কথা কিন্তু আদবকায়দাগুলো শিখে নিন।’’ কারও কথায়, ‘‘নামাজ পড়ার সময় মাথা থেকে পা ঢেকে রাখতে হয়।’’ এছাড়াও অনেকেই আপত্তি জানিয়েছেন রাখির নখে নেলপলিশ দেখে। তাদের দাবি, নমাজ পড়ার সময় নখে রং ব্যবহার করা একেবারেই মানা। যদিও দিন কয়েক আগে চুইংগাম চিবিয়ে রোজা ভাঙার কথা নিজেই জানিয়েছিলেন অভিনেত্রী। আর এবার ভুল পোশাকের জন্য কটাক্ষের শিকার হলেন রাখি।

এ সম্পর্কিত আরও পড়ুন নামাজ | পড়তে | গিয়ে | একী | রাখি