শ্রীলঙ্কায় চারজাতির ফুটবল টুর্নামেন্টে আবারও পেছালো, বাংলাদেশ ও সেশেলসের মধ্যকার ম্যাচ। অতিবৃষ্টির কারণে এ সিদ্ধান্ত নেয় আয়োজকরা। ম্যাচ অনুষ্ঠানের সময়সূচী পরে জানানো হবে বলেও জানিয়েছে তারা।
কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে আজ বিকেল সাড়ে চারটায় খেলা হবার কথা ছিল। এর আগে সোমবারের পরবির্তে মঙ্গলবার খেলার দিন নির্ধারণ করে আয়োজকরা। তবে স্বাগতিক শ্রীলঙ্কা ও মালদ্বীপের মধ্যকার ম্যাচটি আজই অনুষ্ঠিত হবে। রাত সাড়ে নটার পরিবর্তে সোয়া তিনটায়।
গেল কয়েকদিন ধরে শ্রীলঙ্কায় ভারী বৃষ্টি হচ্ছে। এর মধ্যেই অনুশীলন করছে জামাল ভূঁইয়ারা। এদিকে, আজ আবার বাংলাদেশ-সিসেলস ম্যাচ পিছিয়ে যাওয়ায় টুর্নামেন্টের সূচিতে আসতে পারে বড় পরিবর্তন।