আন্তর্জাতিক

দুই দিনেই ভরে গেল বাবরি তহবিলের ১১টি দানবাক্স

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

কলকাতায় রাজনীতিবিদ হুমায়ুন কবিরের প্রস্তাবিত বাবরি মসজিদ নির্মাণে সহায়তার জন্য মানুষ যেভাবে এগিয়ে আসবে ধারণা করা হয়েছিল, বাস্তবে তার চেয়েও বেশি সাড়া মিলেছে। মাত্র দুই দিনেই শহরের বিভিন্ন স্থানে রাখা ১১টি দানবাক্স সম্পূর্ণ ভরে যায়।

রোববার (০৭ ডিসেম্বর) রাতে বিশেষ মেশিনের সাহায্যে দানের অর্থ গণনা শুরু হলে দেখা যায়, এখন পর্যন্ত চারটি বাক্স এবং একটি বস্তা মিলিয়ে পাওয়া গেছে ৩৭ লাখ ৩৩ হাজার রুপি

এতেই শেষ নয়, নগদের পাশাপাশি অনলাইনেও এসেছে বড় অঙ্কের অর্থ। কিউআর কোড স্ক্যান করে অনলাইন দান হিসেবে ইতোমধ্যে পাওয়া গেছে ৯৩ লাখ রুপি

হুমায়ুন কবিরের ঘনিষ্ঠ মহল জানাচ্ছে, এবার দানের পরিমাণ তাদের অনুমানের বহু গুণ বেশি, যা প্রমাণ করে মানুষের আবেগ ও সমর্থন কত গভীর। এমনকি ভারতের বাইরে থেকেও দান এসেছে বলে জানা গেছে

এই বিপুল সাড়া বাবরি মসজিদ নির্মাণ উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন #কলকাতা #বাবরি মসজিদ #মসজিদ নির্মাণে সহায়তা