আর্কাইভ থেকে ঢালিউড

একা ‘জ্বীন’ দেখলে লাখ টাকা পুরস্কার!

একা ‘জ্বীন’ দেখলে লাখ টাকা পুরস্কার!
পূজা চেরি অভিনীত ভৌতিক আবহে তৈরি চলচ্চিত্র ‘জ্বীন’। ভৌতিক এ চলচ্চিত্রটি একা দেখলে লাখ টাকা পুরস্কার দেয়া হবে বলে ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া লিমিটেড। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের ভেরিফায়েড পেজে শনিবার জাজ এ ঘোষণা দেয়। নাদের চৌধুরী পরিচালিত ‘জ্বীন’ চলচ্চিত্রে জিন ভর করা এক নারীর পরিবার, ভালোবাসার মানুষ ও প্রতিবেশীদের মানসিক ভোগান্তির বিষয়টি তুলে ধরা হয়েছে। পূজা ছাড়াও ছবিটিতে অভিনয় করেছেন আবদুন নুর সজল, জিয়াউল রোশানসহ অনেকে।
জ্বীন
জ্বীন
চলচ্চিত্রটি একা দেখার চ্যালেঞ্জ জানিয়ে জাজের ফেসবুক পেজে দেয়া পোস্টে বলা হয়, ‘জ্বীন’ সিনেমা একা দেখতে পারলেই এক লক্ষ টাকা পুরস্কার। আজ (শনিবার) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের এক ওয়ার্কশপে উপস্থিত ছিলাম। হলো ছাত্রদের সাথে আলোচনা। সেখানে সব ছাত্রদের উদ্দেশে ঘোষণা দেয়া হলো, কেউ একা একটি হলে বসে ‘জ্বীন’ সিনেমাটি সম্পূর্ণ দেখতে পারলে তাকে এক লক্ষ টাকা পুরস্কার দেয়া হবে। “সেখানে কেউ রাজি হয় নাই। আপনি কি পারবেন ‘জ্বীন’ সিনেমাটি একা দেখতে? সম্পূর্ণ হলে আপনি একা? যদি পারেন তাহলে জানান। আমরা রেডি।” পোস্টে কিছু শর্ত আরোপ করা হয়। সেগুলো হলো ভয়ের কারণে কোনো দুর্ঘটনা ঘটলে জাজ মাল্টিমিডিয়া বা হল কর্তৃপক্ষ দায়ী থাকবে না। হলের বাইরে একটি অ্যাম্বুলেন্স থাকবে। সম্পূর্ণ সিনেমা দেখতে না পারলে হলের ভাড়া ও অ্যাম্বুলেন্স ভাড়া দিতে হবে। সম্পূর্ণ সিনেমা দেখতে পারলে কিছুই দিতে হবে না; জাজ উল্টো নগদ ১ লাখ টাকা দেবে। একই সঙ্গে কোকাকোলা, নাস্তা খাওয়াবে বা দিয়ে দেবে প্রতিষ্ঠানটি।

এ সম্পর্কিত আরও পড়ুন একা | জ্বীন | দেখলে | লাখ | টাকা | পুরস্কার