জনগণের টাকায় বেতন পেয়েও পরিবহন মালিকদের পক্ষ নিয়ে কাজ করছেন বিআরটিএ চেয়ারম্যান, এমন মন্তব্য করে তার পদত্যাগ দাবি জানিয়েছেন যাত্রী অধিকার আন্দোলন।
বুধবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর সাইন্সল্যাবরেটরি মোড়ে সিটিং বাসের নামে ‘চিটিংবাজী’ বন্ধ, অযৌক্তিকভাবে নির্ধারিত বর্ধিত ভাড়া প্রত্যাহার ও গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিতের দাবিতে মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি করা হয়৷ যাত্রী অধিকার আন্দোলন এ কর্মসূচির আয়োজন করেন। পরে মানববন্ধন শেষে সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল করেন তারা৷
মানববন্ধনে সংগঠনটির আহ্বায়ক কেফায়েত শাকিল বলেন, সরকারের অনুমোদনে বাড়তি ভাড়া আদায়ের পাশাপাশি সিটিং সার্ভিস নাম দিয়ে ‘ওয়েবিল সিস্টেম’র মাধ্যমে বাসগুলো কয়েকগুণ বেশি ভাড়া আদায় করছে। অথচ জনগণের বেতনে চলেও পরিবহন মালিকদের পক্ষ নিয়ে প্রতিষ্ঠানগুলো নিশ্চুপ ভূমিকা পালন করছে ৷
পরে গণপরিবহনে নৈরাজ্য বন্ধে সংগঠনের পক্ষ থেকে ৫ দফা দাবি তুলে ধরেন আহ্বায়ক কেফায়েত শাকিল৷
দাবিগুলো হলো- নগরে সিটিং সার্ভিসের নামে চিটিংবাজী বন্ধ করতে হবে। ডিজেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাড়ানো পরিবহন ভাড়া পুনর্মূল্যায়ন করতে হবে৷ ফাঁকফোকর না রেখে পরিবহনভিত্তিক সুনির্দিষ্ট ভাড়া নির্ধারণ করতে হবে। তেলের দাম বৃদ্ধির সুযোগে ভাড়া বাড়ানো গ্যাসের গাড়িগুলো চিহ্নিত করে রুট পারমিট বাতিল করতে হবে৷ নগর ও দূরপাল্লার পরিবহনে বাড়তি ভাড়া নিয়ন্ত্রণে নজরদারি করতে হবে। চুক্তিতে গাড়ি চালানো এবং ওয়েবিলে ভাড়া আদায় বন্ধ করতে হবে। সব নগর পরিবহনে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া নিশ্চিত করতে হবে ৷
সংগঠনের যুগ্ম আহ্বায়ক মাঈনুদ্দিন আরিফের সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক কেফায়েত শাকিল৷ এ সময় যুগ্ম আহ্বায়ক অন্তু মুজাহিদ, এস এম সজিব, ঢাকা কলেজ শাখার নাজমুস শাহাদাত সাকিবসহ অন্যরা বক্তব্য দেন ৷