রাজশাহীর পবায় নামিদামী বিদেশি ব্যান্ডের বিপুল পরিমাণ নকল প্রসাধনী, কাঁচামাল ও যন্ত্রাংশ সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। এসময় দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, দুর্গাপুরের কালুপাড়া দক্ষিনপাড়ার মৃত গাজীউর রহমানের ছেলে সাইফুল ইসলাম (৪৮) ও দিঘীর পারিলার মৃত আ. সফি তালুকদারের ছেলে মেজবাহ উদ্দিন (৪০)।
আজ বুধবার (১০ নভেম্বর) বেলা ১১টায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক।
পুলিশ কমিশনার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে পুলিশ পবার পারিলায় নন্দিনী হারবাল কোম্পানিতে অভিযান চালায়। অভিযানে ওই কোম্পানি থেকে দেশি-বিদেশি কোম্পানির মোড়ক যুক্ত নকল প্রসাধনী, নকল প্রসাধনী তৈরির কাঁচামাল জব্দ করা হয়।
তিনি জানান, মূলত এসব প্রসাধনী রাজশাহী মহানগর এবং মহানগরীর বাহিরে বিভিন্ন বিউটি পার্লার, জেন্টস পার্লার, সেলুন ও কসমেটিক্সের দোকানে সরবরাহ করা হতো। এসব নকল প্রসাধনী ব্যবহারকারীদের দীর্ঘ মেয়াদী বিভিন্ন প্রকার চর্ম রোগ, এমনকি স্কিন ক্যান্সারও হতে পারে।
উদ্ধার এসব নকল প্রসাধনী, প্রসাধনী তৈরীর কাঁচামাল ও যন্ত্রপাতির বাজার মূল্য ১৭ লাখ ৪৬ হাজার ৮০০ টাকা।