আর্কাইভ থেকে দেশজুড়ে

অবশেষে কুষ্টিয়ায় বাস ধর্মঘট প্রত্যাহার

অবশেষে কুষ্টিয়ায় বাস ধর্মঘট প্রত্যাহার
কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের জন্য ডাকা বাস ধর্মঘট প্রশাসনের আশ্বাসে প্রত্যাহার করা হয়েছে। সোমবার (১০ এপ্রিল) দুপুরে কুষ্টিয়া জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সভাপতি আক্তারুজ্জামান আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (৭ এপ্রিল) সকাল থেকে ফরিদপুর ও খুলনাগামী বাস চলাচল বন্ধ করে দেয় মালিক ও শ্রমিকরা। শ্রমিকরা জানান, সড়ক ট্রিপ নিয়ে ঝিনাইদহ শ্রমিক ইউনিয়নের সঙ্গে ফরিদপুরে ঝামেলা চলছিল। এর জেরে গত ৫ এপ্রিল ঝিনাইদহের কালিগঞ্জে কুষ্টিয়ার গড়াই বাসের শ্রমিকদের মারধর করা হয়। এতে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেন শ্রমিকরা। দ্রুত বিষয়টি সমাধান না হলে সারাদেশের সঙ্গে বাস বন্ধের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। সভাপতি আক্তারুজ্জামান আক্তার জানান, চার দিন পর প্রশাসনের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। কিছুক্ষণের মধ্যে বাস চলাচল স্বাভাবিক হবে। আমাদের দাবি মেনে না নিলে, ঈদের পরে আবারও কঠোর আন্দোলনে যাবো।  

এ সম্পর্কিত আরও পড়ুন অবশেষে | কুষ্টিয়ায় | বাস | ধর্মঘট | প্রত্যাহার