আর্কাইভ থেকে ক্রিকেট

আমরা একজন অলরাউন্ডার খুজছি, মৃত্যুঞ্জয় প্রসঙ্গে বাশার

আমরা একজন অলরাউন্ডার খুজছি, মৃত্যুঞ্জয় প্রসঙ্গে বাশার
আগামী মে মাসে ইংল্যান্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ইতোমধ্যেই দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চোটের কারণে দল থেকে বাদ পড়েছেন তাসকিন আহমেদ। তার বদলে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন বাঁ-হাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী। এবার তাকে দলের নেওয়ার কারণ জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক হাবিবুল বাশার সুমন। টাইগারদের সাবেক এই অধিনায়কের মতে, একজন অলরাউন্ডারের খোজে মৃত্যুঞ্জয়কে দলে নেওয়া হয়েছে। মঙ্গলবার (১১ এপ্রিল) গণমাধ্যমের মুখোমুখি হয়ে এসব কথা বলে হাবিবুল বাশার। বাশারের বলেন, ভবিষ্যতের কথা মাথায় রেখেই মৃত্যুঞ্জয়কে দলে ডাকা হয়েছে। জাতীয় দলের এই নির্বাচক দাবি করলেন, মৃত্যুঞ্জয় শেষদিকে ব্যাট করতে পারে একটু, সঙ্গে গত ২ থেকে ৩ বছর ধরে সে আমাদের হাই পারফরম্যান্স স্কোয়াডেও আছে। সেখানে আমরা দেখেছি, বেশ ভালো গতিতে বল করতে পারে। তার বোলিং সামর্থ্য খুব ভালো। শরিফুল ও মোস্তাফিজ আছে বাঁ-হাতি পেসার, ভবিষ্যতের জন্য কাউকে তৈরি করতে হলে মৃত্যুঞ্জয় আছে।    

এ সম্পর্কিত আরও পড়ুন একজন | অলরাউন্ডার | খুজছি | মৃত্যুঞ্জয় | প্রসঙ্গে | বাশার