আর্কাইভ থেকে জাতীয়

ভারতের ৭৫ শতক জমি ফেরত পেলো বাংলাদেশ

ভারতের ৭৫ শতক জমি ফেরত পেলো বাংলাদেশ
নওগাঁর আগ্রাদিগুন সীমান্তে সীমানা নির্ধারণ নিয়ে প্রায় ৫০ বছরের বিবাদ নিষ্পত্তি হয়েছে। এতে ৭৫ শতক জমি ফেরত পেল বাংলাদেশ। বুধবার (১২ এপ্রিল) দুপুরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ'র যৌথ মাফ যোগ শেষে এই সিদ্ধান্ত জানানো হয়। বর্ডার গার্ড বাংলাদেশের পক্ষে ছিলেন- ১৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হামিদ উদ্দিন ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর পক্ষে ১৬৪ বিএসএফের কমান্ডেন্ট এসকে মিশ্রা। এ সময় দুই দেশের ভূমি জরিপ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে ১৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল হামিদ জানান, এই জমিটি নিয়ে ৫০ বছর ধরে বিবাদ চলছিল। দুই দেশের যৌথ জরিপে এটি বাংলাদেশের সম্পত্তি তা প্রমাণিত হয়েছে। চাষিরা আবারও তাদের জমিতে চাষাবাদ করতে পারবেন।

এ সম্পর্কিত আরও পড়ুন ভারতের | ৭৫ | শতক | জমি | ফেরত | পেলো | বাংলাদেশ