আর্কাইভ থেকে দেশজুড়ে

চরমোনাই মাহফিলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

চরমোনাই মাহফিলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু
বরিশালের চরমোনাইর মাহফিলে জুমআর নামাজ আদায় করার উদ্দেশ্যে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, ভাঙ্গার আলগী এলাকার সিরাজ শেখের ছেলে ও একই এলাকার মোঃ ইউনুসের ছেলে আল আমিন। শুক্রবার সকাল ১০ টার দিকে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর ঢালে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে তাদের মৃত্যু হয়। বরিশাল মেট্রোপলিটন পুলিশের এসআই ছগির হোসেন মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই দুই যুবক মোটরসাইকেল যোগে ফরিদপুরের ভাঙ্গা থেকে বরিশালের চরমোনাই মাহফিলস্থলে জুমআর নামাজ আদায়ের জন্য আসছিলেন।পথে সড়ক দুর্ঘটানায় তারা মারা যান। মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন #চরমোনাই #মাহফিলে #যাওয়ার #পথে #সড়ক #দুর্ঘটনায় #দুই #যুবকের #মৃত্যু