আন্তর্জাতিক

ইরানে বিক্ষোভে নিহত ছাড়াল ৫০০

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ইরানে শুরু হওয়া বিক্ষোভ দুই সপ্তাহে ভয়াবহ রূপ নিয়েছে। মার্কিনভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএর দাবি অনুযায়ী, এ পর্যন্ত ৫০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪৯০ জন বিক্ষোভকারী ও ৪৮ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। এছাড়াও গ্রেপ্তার করা হয়েছে ১০ হাজার ৬০০র বেশি মানুষকে

ইরান সরকার আনুষ্ঠানিকভাবে হতাহতের সংখ্যা জানায়নি। তবে রাষ্ট্রীয় টেলিভিশনে তেহরানের মর্গে লাশের ব্যাগের দৃশ্য দেখানো হয়েছে, যাদের সশস্ত্র সন্ত্রাসী হিসেবে উল্লেখ করেছে কর্তৃপক্ষ

এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের সমর্থনের ঘোষণা দিলে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা চরম পর্যায়ে পৌছে। ট্রাম্প সামাজিক মাধ্যমে বলেন, ইরান স্বাধীনতার পথে এগোচ্ছে এবং যুক্তরাষ্ট্র সহায়তার জন্য প্রস্তুত

ওয়াল স্ট্রিট জার্নালের তথ্যমতে, ট্রাম্প প্রশাসন ইরান ইস্যুতে সামরিক হামলা, সাইবার অভিযান, কঠোর নিষেধাজ্ঞা বা বিক্ষোভকারীদের প্রযুক্তিগত সহায়তার মতো বিকল্প বিবেচনা করছে

এর জবাবে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানে হামলা হলে ইসরাইলসহ মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি ও যুদ্ধজাহাজ লক্ষ্যবস্তু হবে

এদিকে সমগ্র ইরানে ইন্টারনেট সংযোগ বন্ধ রয়েছে। উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তুমুল সংঘর্ষের খবর পাওয়া গেছে।

অপরদিকে, ইসরাইল ইরানের পরিস্থিতিকে তাদের অভ্যন্তরীণ বিষয় বললেও যেকোনো পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়ার জন্য তারা প্রস্তুত বলে জানিয়েছে

 

এসএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন #যুক্তরাষ্ট্র #ইসরাইল #বিক্ষোভ #সহিংসতা #ইরান