আর্কাইভ থেকে ফুটবল

সতীর্থ সানেকে ঘুষি মেরে এক ম্যাচ নিষিদ্ধ মানে

সতীর্থ সানেকে ঘুষি মেরে এক ম্যাচ নিষিদ্ধ মানে
চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের লড়াইয়ের প্রথম লেগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বায়ার্ন মিউনিখ। ওই খেলায় মাঠের মধ্যেই দ্বন্দ্বে জড়ান বায়ার্নে দুই ফুটবলার সাদিও মানে ও লিরয় সানে। মাঠে সানের প্রতিক্রিয়া জানানোর ধরন পছন্দ হয়নি মানের। একই ঘটনা নিয়ে ড্রেসিংরুমেও ঝগড়ায় জড়িয়ে পড়েন এই দুইজন। ঘটনার একপর্যায়ে সানের মুখে ঘুষি মেরে বসেন মানে। পরে সতীর্থরা এসে এ দুজনকে থামান। তবে বিবৃতি দিয়ে জার্মান ক্লাব বায়ার্ন ঘুষির কথা উল্লেখ না করলেও জানিয়েছে যে, আচরণবিধি ভেঙেছেন মানে। সেজন্য তাকে নিষিদ্ধ করেছে ক্লাবটি। বিবৃতি অনুযায়ী, শনিবার হপেনহেইমের বিপক্ষে লিগ ম্যাচ খেলতে নামবে বায়ার্ন মিউনিখ। ওই ম্যাচে দেখা যাবে না লিভারপুল থেকে চলতি মৌসুমের শুরুতে বায়ার্ন মিউনিখে যোগ দেওয়া সেনেগাল স্ট্রাইকার মানেকে। তবে কয়েকটি ইউরোপীয় সংবাদমাধ্যম বলছে, মানের শাস্তি এখানেই শেষ হচ্ছে না। বায়ার্ন নাকি মানের বিরুদ্ধে আরও বড় ধরনের শাস্তিমূলক ব্যবস্থাও নিতে পারে। যেখানে বলা হচ্ছে, এই ঘটনার জেরে মানেকে আগামী মৌসুমে নাকি ক্লাবও ছাড়তে হতে পারে।’

এ সম্পর্কিত আরও পড়ুন সতীর্থ | সানেকে | ঘুষি | মেরে | এক | ম্যাচ | নিষিদ্ধ | মানে