আর্কাইভ থেকে ক্রিকেট

অভিষেকে ব্যর্থ লিটন, মোস্তাফিজের দিল্লির প্রথম জয়

অভিষেকে ব্যর্থ লিটন, মোস্তাফিজের দিল্লির প্রথম জয়
আইপিএলে অভিষেকটা রাঙাতে পারলেন না লিটন কুমার দাস। ব্যাট হাতে ব্যর্থতার পর ব্যর্থ ছিলেন গ্লাভস হাতেও। শেষ সময়ে এসে দুইবার সুযোগ পেয়েছিলেন অক্ষর প্যাটেলকে স্ট্যাম্পিং করার। কিন্তু সেই সুযোগ নষ্ট করেন লিটন। তার ব্যর্থতার রাতে হেরেছে কলকাতাও।  লিটনদের ৪ উইকেটে হারিয়ে এবারের আইপিএলে প্রথম জয় পেয়েছে মোস্তাফিজুর রহমানের দিল্লি। যদিও এ ম্যাচে দিল্লি দলে ছিলেন না মোস্তাফিজ। বৃহস্পতিবার রাতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় দিল্লি। প্রথমে ব্যাট করতে নেমে বাজে শুরু করে কলকাতা। প্রথম বলে বাউন্ডারি মেরে অভিষেক হওয়া লিটন পরের ওভারেই ফেরেন মাত্র ৪ রান করে। এরপর দ্রুত আউট হয়ে ফেরেন ভেঙ্কটেশ আইয়ার ও অধিনায়ক নিতিশ রানাও। পাওয়ার প্লের ৬ ওভারের মধ্যেই ৩ উইকেট হারিয়ে কলকাতা স্কোর দাঁড়ায় ৩৫। এই ধাক্কা সামলে উঠতে ইংলিশ ওপেনার জেসন রয় খেলেন ধীর গতির ইনিংস। ৩৯ বলে ৫টি চার ও এক ছয়ে ৪৩ রান করেন তিনি। কিন্তু অন্যপ্রান্তে নিয়মিত উইকেট পড়তে থাকায় রানের খুব বেশি সচল থাকেনি। শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেলের এক চার ও চার ছয়ে তাঁর ৩১ বলে অপরাজিত ৩৮ রানের ইনিংসটি দলকে খুব বেশি দূর নিতে পারেনি। ইনিংসের শেষ বলে অলআউট হওয়ার আগে ১২৭ রানে থেমে যায় কলকাতা।
May be an image of 1 person
May be an image of 1 person
কলকাতার দেওয়া ১২৮ রানের ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে জয়ের জন্য ভিত গড়ে দিয়েছিলেন দিল্লি অধিনায়ক ডেভিড ওয়ার্নার। তবে এই অজি ওপেনার ৫৭ রানে ফিরে যাওয়ার পরই শুরু হয় দলটির ছন্দপতন, একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা। তবে শেষ দিকে অক্ষর প্যাটেলের ১৯ রানে অপরাজিত ইনিংস নিশ্চিত করে দলের জয়। ৪ বল ৪ উইকেট হাতে রেখেই আসরের প্রথম জয় তুলে নেয় দিল্লি।

এ সম্পর্কিত আরও পড়ুন অভিষেকে | ব্যর্থ | লিটন | মোস্তাফিজের | দিল্লির | প্রথম | জয়