আর্কাইভ থেকে ইসলাম

জুমাতুল বিদায় মুসল্লিদের ঢল

জুমাতুল বিদায় মুসল্লিদের ঢল
আজ শুক্রবার (২১ এপ্রিল)১৪৪৪ হিজরির শেষ জুমাবার। মুসলিমদের কাছে এটি জুমাতুল বিদা হিসেবে পরিচিত। মুসলিম উম্মাহর কাছে এটি একটি পবিত্র দিন। জুমাতুল বিদায় দেশে বিভিন্ মসজিদে মুসল্লিদের উপস্থিতি ছিল অনেকে। আজ অনেকে মুসল্লিই আজানের আগে মসজিদে এসে উপস্থিত হয়েছেন। ছোট শিশু-কিশোরদেরও উপপস্থিতি ছিল মসজিদে। বায়তুল মোকাররমে আখেরি জুমার নামাজ পড়তে এসেছেন অনেক মানুষ। সদেখা যায়, বেলা ১১টা থেকে মসজিদে মুসল্লিরা প্রবেশ করতে শুরু করেন। যতই আজানের সময় ঘনিয়ে আসছিল, মুসল্লিদের আনাগোনা বাড়তে থাকে। অনেকেই প্রখর রোদ উপেক্ষা করেই দূরদূরান্ত থেকে ছুটে এসেছেন রমজানের শেষ জুমার নামাজ আদায় করতে। জুমাতুল বিদায় ইহকাল ও পরকালের মুক্তি কামনা করে বিচশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) রমজানের শেষ শুক্রবারে জুমার নামাজের পর বিশেষ ইবাদত করতেন। তার উম্মতরা তারই ধারাবাহিকতায় এদিন জুমার নামাজের পর নফল নামাজ আদায় করেন ও বিশেষ দোয়া করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন জুমাতুল | বিদায় | মুসল্লিদের | ঢল