আর্কাইভ থেকে তথ্য-প্রযুক্তি

 ৪ মোবাইল ফোনে ব্যবহার করা যাবে একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট

 ৪ মোবাইল ফোনে ব্যবহার করা যাবে একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট
এখন থেকে একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে চারটি মোবাইল ফোনে। সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটার সিইও মার্ক জাকারবার্গ জানিয়েছেন এ তথ্য। মঙ্গলবার (২৫ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ তথ্য জানান। পোস্টে  জাকারবার্গ লিখেছেন, এখন থেকে চারটি মোবাইল ফোনে একইসঙ্গে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে লগ ইন করা যাবে। কিছু গণমাধ্যমের তথ্য মতে, এখন থেকে একটি নম্বর ব্যবহার করে একসঙ্গে চারটি মোবাইল ফোন থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে। আগামী সপ্তাহের মধ্যে সব ব্যবহারকারীর জন্য পরিষেবাটি চালু করা হবে। এখন পর্যন্ত ব্যবহারকারীরা শুধু একটি ফোন এবং একাধিক ডেস্কটপ ডিভাইসে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লগ ইন করতে পারেন। নতুন পরিষেবার মাধ্যমে নিজের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের তথ্য মূল ফোন ছাড়াও অন্য ফোনগুলোতেও একইসঙ্গে দেখেতে পাবেন ব্যবহারকারীরা।    

এ সম্পর্কিত আরও পড়ুন  ৪ | মোবাইল | ফোনে | ব্যবহার | করা | একই | হোয়াটসঅ্যাপ | অ্যাকাউন্ট