বাংলাদেশে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে চালু হলো বিশ্বের জনপ্রিয় ডিজিটাল পেমেন্ট সেবা গুগল পে। আজ মঙ্গলবার (২৪ জুন) রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর সেবাটির উদ্বোধন করেন।
সিটি ব্যাংকের সঙ্গে অংশীদারিত্বে দেশে প্রথমবারের মতো সরাসরি যুক্ত হলো গুগল পে। এ সেবায় সহযোগী হিসেবে থাকছে আন্তর্জাতিক কার্ড ব্র্যান্ড মাস্টারকার্ড ও ভিসা। এর মাধ্যমে সিটি ব্যাংকের মাস্টারকার্ড ও ভিসা কার্ডধারী গ্রাহকেরা অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করে সহজেই পেমেন্ট সম্পন্ন করতে পারবেন।
গুগল পে ব্যবহারে গ্রাহকদের আর আলাদা করে কার্ড বহন করতে হবে না। অ্যাপ ডাউনলোড করে কার্ড যুক্ত করে নিলেই ফোনের একটি সাধারণ ট্যাপের মাধ্যমে দেশের যেকোনো দোকান, শপিং মল, রেস্টুরেন্ট বা পয়েন্ট-অব-সেল (POS) টার্মিনালে নিরাপদে অর্থ পরিশোধ করা যাবে। বিশেষ সুবিধা হলো, এই সেবায় গুগল কোনো ধরনের ফি নিচ্ছে না, ফলে ব্যবহারকারীরা বিনা খরচায় এটি ব্যবহার করতে পারবেন।
প্রাথমিকভাবে সিটি ব্যাংকের মাস্টারকার্ড ও ভিসা কার্ডধারীরা সেবাটি ব্যবহার করতে পারবেন। আগামীতে অন্যান্য ব্যাংকের কার্ডধারীদের জন্যও এ সুবিধা উন্মুক্ত করা হবে বলে জানা গেছে। এ উদ্যোগ বাংলাদেশের ডিজিটাল পেমেন্ট খাতকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
এসি//