জাতীয়

গেলো ১০ মাসে মব ও গণপিটুনিতে ১৭৪ মৃত্যু : আসক

ফাইল ছবি

গত ১০ মাসে মবের শিকার হয়ে ও গণপিটুনিতে সারাদেশে ১৭৪ জন মারা গেছেন। এর মধ্যে চলতি বছর জানুয়ারি থেকে গতকাল সোমবার পর্যন্ত মারা গেছেন ৮৩ জন। এছাড়া গত ১০ মাসে পুলিশের ওপর হামলার ঘটনায় ৪৭৭টি মামলা হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) আইন ও সালিশ কেন্দ্র (আসক) এ তথ্য জানিয়েছে।

পুলিশ সদরদপ্তরের তথ্য বিশ্লেষণে জানা যায়, ২০২৪ সালের আগস্টে পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে ৪১টি, সেপ্টেম্বরে ২৪, অক্টোবরে ৩৪, নভেম্বরে ৪৯, ডিসেম্বরে ৪৪, চলতি বছরের জানুয়ারিতে ৩৮, ফেব্রুয়ারিতে ৩৭, মার্চে ৯৬, এপ্রিলে ৫২ ও মে মাসে ৬২টি। এই পরিসংখ্যান বলছে, পুলিশের ওপর হামলার ঘটনা বাড়ছে।

গত রোববার উত্তরায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার বাসায় মবের ঘটনায় গতকাল সন্ধ্যা পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। তবে পুলিশ কয়েকজনকে শনাক্ত করেছে বলে জানিয়েছে।

নূরুল হুদার ঘটনার পর রোববার রাতে এক বিবৃতিতে অন্তর্বর্তী সরকার জানায়, মব সৃষ্টির মাধ্যমে উচ্ছৃঙ্খল পরিস্থিতি তৈরির সঙ্গে জড়িত সবাইকে চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে।

এ ঘটনায় গতকাল সোমবার গাজীপুরের এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেছেন, ‘তাঁর সঙ্গে যেটা হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দেখা গেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে নূরুল হুদার ওপর হামলা হচ্ছে। এর জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হবে। কারা জড়িত, এটা দেখা হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ যদি জড়িত থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #মব #আসক