আন্তর্জাতিক

প্রস্তাবে সম্মত ইরান-ইসরাইল

ইরান ইসরাইল যুদ্ধবিরতি এখন থেকে কার্যকর হলো : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

ইরান-ইসরাইলের যুদ্ধবিরতি এখন থেকে কার্যকর হয়েছে। দুই দেশকে এটি লঙ্ঘন না করার অনুরধ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে যুদ্ধবিরতির বিষয়টি স্বিকার করেছে ইরান।

মঙ্গলবার (২৪ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এসএনএন জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগেই ইরান ইসরাইলের দিকে "শেষ দফায় ক্ষেপণাস্ত্র" নিক্ষেপ করেছেএদিকে ইরানের হামলায় ইসরাইলের চার নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরাইলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট।

ইরানের রাষ্ট্রীয় টিভিও জানিয়েছে,  যে ইরানের হামলার পর ইসরাইলের উপর একটি যুদ্ধবিরতি "আরোপিত"  হয়েছে।

এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছেন।

 এক বিবৃতিতে ইসরাইল জানিয়েছে, নেতানিয়াহু গত রাতে প্রতিরক্ষামন্ত্রী এবং মোসাদ প্রধানকে সাথে নিয়ে দেশটির মন্ত্রীসভাকে জানিয়েছেন যে ইসরায়েল অপারেশন রাইজিং লায়ন-এর সমস্ত লক্ষ্য এবং আরও অনেক কিছু অর্জন করেছে"।

বিবৃতিতে বলা হয়েছে, "ইসরাইল পারমাণবিক এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র  উভয় ক্ষেত্রেই  ইরানের হুমকি দূর করেছে।"

ইসরাইলি সেনাবাহিনী "তেহরানের আকাশের উপর পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করেছে, সামরিক নেতৃত্বের উপর মারাত্মক ক্ষতি করেছে এবং কয়েক ডজন কেন্দ্রীয় ইরানি সরকারের লক্ষ্যবস্তু ধ্বংস করেছে", 

"অভিযানের লক্ষ্য অর্জনের আলোকে এবং রাষ্ট্রপতি ট্রাম্পের সাথে পূর্ণ সমন্বয়ের ভিত্তিতে, ইসরায়েল দ্বিপাক্ষিক যুদ্ধবিরতির জন্য রাষ্ট্রপতির প্রস্তাবে সম্মত হয়েছে,"

ইসরাইল হুঁশিয়ারি দিয়ে বলে,  "যেকোনো যুদ্ধবিরতি লঙ্ঘনের ক্ষেত্রে ইসরায়েল কঠোরভাবে জবাব দেবে।"

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, ‘ইসরাইল ও ইরান পুরোপুরি ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল তিনি এই ঘোষণা দেন।

যদিও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি তখন জানিয়েছিলেন, এখন পর্যন্ত যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধের বিষয়ে কোনো চুক্তি হয়নি। তিনি আরও বলেন, ‘তবে ইসরায়েল যদি তেহরানের স্থানীয় সময় অনুযায়ী ভোর ৪টার মধ্যে ইরানি জনগণের বিরুদ্ধে তাদের অবৈধ হামলা বন্ধ করে, তাহলে আমরা আর পাল্টা হামলা চালিয়ে যাওয়ার কোনো ইচ্ছা রাখি না।

আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #যুদ্ধবিরতি